উপহার দিতে গেলে অনেকেই চিন্তায় পড়ে যান কী দেবেন তা নিয়ে। তালিকায় চলে আসে অনেক ভাল ভাল জিনিসের নাম। আর সেই উপহার যদি হয় আন্তর্জাতিক স্তরের তা হলে তো কথাই নেই। চিন্তা ভাবনার পরিধিকে আরও বিস্তৃত করতে হয়। এবার প্রথাগত উপহারের বাইরে বেরিয়ে গরু উপহার দিয়ে আন্তর্জাতিক স্তরে উপহার দেওয়ার পালা সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন এক অভিনব উপহারে চমকে দিলেন গোটা বিশ্বকেও।
আফ্রিকার রোয়াণ্ডা সফরে প্রধানমন্ত্রী এভাবেই গরু উপহার দিলেন। সেখানে আর্থিক উন্নয়নে গুরুত্ব দেওয়া হয় গরুকে। গরু নির্ভর ‘গিরিঙ্কা’ নামে একটি সামাজিক সুরক্ষামূলক প্রকল্প আছে সেখানে। এই প্রকল্পে দেশের দরিদ্র পরিবারগুলোকে সরকার গরু উপহার দিয়ে থাকে। সেই গরু থেকে যে প্রথম বকনা বাছুরের জন্ম হয় সেটা উপহার দেওয়া হয় তার প্রতিবেশিকে। এভাবে পাশের পরিবারটির সঙ্গে এক ভ্রাতৃত্ব, সহমর্মিতার বন্ধন তৈরি হয়। যাতে পুষ্ট হয় সমাজ। সেইসঙ্গে দেশ জুড়ে দুগ্ধজাত সামগ্রিও যথেষ্ট উৎপাদিত হয়। প্রকল্পটির দেখভালের দায়িত্ব নিজের হাতে রেখেছেন প্রেসিডেন্ট পল কাগামে। রোয়াণ্ডার রুয়েরু গ্রামে এই প্রকল্পের আওতায় একটি গরীব পরিবার পিছু একটি গরু দেওয়া হয়। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে রোয়াণ্ডা সফর করতে গিয়ে এই ‘গিরিঙ্কা’ প্রকল্পে ২০০টি গরু দান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।