
স্টিং অপারেশন করে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা রটানোর চেষ্টা চলছে। এই অভিযোগকে সামনে রেখে শুক্রবার শিয়ালদহ থেকে ধর্মতলা থেকে শিয়ালদহ পর্যন্ত মিছিল করবে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার একথা ঘোষণা করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মিছিলে দলের ছাত্র ও যুবরাই প্রধানত যোগ দেবে বলে জানিয়েছেন তিনি। সঙ্গে থাকবেন তৃণমূল নেতা কর্মীরাও। বিকেল সাড়ে চারটে থেকে মিছিল শুরু হবে। এদিকে এদিন বেশ কয়েকজন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁদের তৃণমূলে স্বাগত জানান পার্থবাবু।