Kolkata

ফের নারদ বোমা, বেকায়দায় তৃণমূল

Narada News Sting Operationফের বোমা ফাটাল নারদ নিউজ। এবার তাদের প্রকাশিত ফুটেজে দেখা গেছে তৃণমূলের ছাত্রনেতা শঙ্কুদেব পণ্ডাকে। স্টিং অপারেশনের ফুটেজে শঙ্কুদেবকে অর্থ নয়, বরং অংশিদারি চাইতে দেখা গেছে। তার বদলে সব ধরণের কাজ করিয়ে দেওয়ার আশ্বাস দিতে শোনা গেছে তাঁকে। যদিও এই ফুটেজ এখনও প্রমাণিত নয়। ফলে ফুটেজের সত্যতা এখনও পরিস্কার নয়। অন্যদিকে আরামবাগের বর্তমান সাংসদ অপরূপা পোদ্দারকেও এক লক্ষ টাকা নিতে দেখা গেছে অন্য একটি ফুটেজে। এই ছবির সত্যতাও এখনও প্রমাণিত নয়। দুটি ছবিই এদিন বিজেপি সাংবাদিক বৈঠক ডেকে সকলের সামনে তুলে ধরে। এদিকে নারদের প্রথম দফার ফুটেজ নিয়েই ভোটের মুখে যথেষ্ট চাপে পড়েছে তৃণমূল। এদিনের দ্বিতীয় দফার ফুটেজ বিরোধীদের হাতে আরও শক্তিশালী অস্ত্র তুলে দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। ইতিমধ্যেই দ্বিতীয় দফার ফুটেজ প্রকাশকে হাতিয়ার করে তারা ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বলে জানিয়ে দিয়েছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button