Entertainment

ফোন করে সঞ্জয় লীলা বনশালির সঙ্গে ঝগড়া করলেন নানা পাটেকর

কাকে বলছেন তিনি দেখেননা। যদি তাঁর খারাপ লাগে তাহলে তিনি সোজা জানিয়ে দেন। সঞ্জয় লীলা বনশালিকে সরাসরি ফোন করে ঝগড়া করলেন নানা পাটেকর।


তাঁর অভিনয় দিয়ে বলিউডে নানা পাটেকর নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করতে পেরেছেন। পর্দায় তাঁর উপস্থিতি দর্শককে আনন্দ দেয়। সেই নানা পাটেকর সিনেমার পর্দা থেকে নির্বাসন নিয়েছিলেন ৪-৫ বছর হল।


দীর্ঘদিন অন্তরালে কাটানোর পর বিবেক অগ্নিহোত্রীর দ্যা ভ্যাক্সিন ওয়ার সিনেমায় অভিনয় দিয়ে নানা পাটেকর ফের পর্দায় ফিরছেন। সিনেমায় করোনা ভ্যাক্সিন কোভ্যাক্সিনের জন্মদাতা হিসাবে দেখানো হয়েছে নানাকে।


ডক্টর ভার্গবের চরিত্রে অভিনয় করছেন নানা পাটেকর। এই সিনেমার প্রচারে এসে নানা জানালেন অন্য কথা। তিনি কীভাবে বলিউডের অন্যতম সেরা পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে ফোনে কড়া কথা শুনিয়েছেন সেকথা জানালেন নানা।

নানা বলেন, সঞ্জয় লীলার সিনেমার গান মালহারি তাঁর একদম ঠিক লাগেনি। আর সেকথা তিনি সরাসরি সঞ্জয় লীলা বনশালিকে ফোন করে জানিয়ে দিয়েছেন। কড়া ভাষায় এর সমালোচনা করেছেন।


নানার দাবি, তিনি সঞ্জয় লীলাকে সরাসরিই বলেন এটা কি হচ্ছে? এ গান তাঁর একেবারেই পছন্দ হয়নি। নানা বলেন, কারও তাঁর কথা ভাল লাগবে, নাকি লাগবে না এসব ভেবে তিনি কথা বলেন না।


নানা এও বলেন, যদি কোনও সিনেমা প্রস্তুতকারকরা দাবি করেন যে সে সিনেমা সত্য ঘটনা অবলম্বনে, তাহলে সেখানে কল্পনার আর জায়গা থাকেনা। সিনেমায় যা দেখানো হবে তা সত্য হতে হবে। এটাই হওয়া উচিত বলে জানান নানা পাটেকর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *