National

পিৎজা বার্গার অন্য দেশে চলতে পারে, ভারতে নয়, বললেন উপরাষ্ট্রপতি

পিৎজা বা বার্গার এখন নতুন প্রজন্মের অন্যতম পছন্দের খাবার। কিন্তু সেই খাবার নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।

তিনি কোনও বিশেষ খাবার খেতে বলছেন না। তবে ভারতে এমন হাজারো খাবার রয়েছে যা রান্না করে খাওয়া হয়। তিনি কেবল রান্না করা খাবার খাওয়ার পরামর্শ দিতে চান।

পিৎজা বা বার্গার জাতীয় খাবার ওসব দেশে চলতে পারে, কিন্তু ওগুলো ভারতের খাবার নয়। উত্তর গোয়ায় একটি নতুন কলেজ ক্যাম্পাস উদ্বোধনে গিয়ে উপরাষ্ট্রপতি এমনই জানালেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

তিনি আরও বলেন, তাঁদের পূর্বপুরুষরা যেসব ভাল খাবার তাঁদের অভিজ্ঞতা দিয়ে দিয়ে গেছেন, সেসব খাবার আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। উপরাষ্ট্রপতি সেসব খাবার অনুসরণ করারও পরামর্শ দেন।

বেঙ্কাইয়া নাইডু আরও বলেন, দেশে প্রযুক্তির উন্নয়ন হচ্ছে। দেশের উন্নতি দরকার। প্রযুক্তির উন্নতি দরকার। কিন্তু সেইসঙ্গে প্রকৃতিকেও দরকার। বিভিন্ন তথ্যপ্রযুক্তি যন্ত্রের যতটা প্রয়োজন রয়েছে, ততটাই প্রয়োজন রয়েছে একটি প্রজাপতি বাগানের।

বেঙ্কাইয়া নাইডুর বক্তব্যে তিনি জলবায়ু পরিবর্তনের বিষয়টিও আলোচনায় আনেন। তাঁর মতে, জলবায়ু পরিবর্তন রুখতে আরও প্রকৃতির কাছে পৌঁছতে হবে।

প্রকৃতিকে অবজ্ঞা করা যায়না। যেসব পাহাড় দাঁড়িয়ে আছে তাদের বিরক্ত করা উচিত নয়। জবরদখল করে প্রকৃতিকে ধ্বংস করার বিরুদ্ধে বক্তব্য রাখেন বেঙ্কাইয়া নাইডু।

তাঁর মতে যেহেতু মানুষ এখন প্রকৃতিকে রক্ষা করছেনা, তাই প্রকৃতি রুষ্ট হয়েছে। আর প্রকৃতির সেই অসন্তোষ জলবায়ু পরিবর্তন হয়ে ফুটে উঠছে। তিনি এদিন উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রকৃতির কাছে ফেরার আহ্বান জানান সকলকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *