National

বিশ্বের ১২ নম্বর ধনী শহর মুম্বই, পিছিয়ে পড়ল প্যারিস, ফ্রাঙ্কফুর্ট

যতই দেশের সেনসেক্সের পারদ নিম্নমুখী হোক, ধনদেবীর কৃপায় মন্দ যাচ্ছে না দেশের বাণিজ্য নগরীর সময়টা। লক্ষ্মীর বরে ফুলে-ফেঁপে ওঠা মুম্বই আগেই পেয়েছে ১ নম্বরের স্বাদ। এবার, ‘ধনী শহর’-এর তাজ দখলের লড়াইয়ে ১২ নম্বর স্থানে উঠে এল মুম্বইয়ের নাম। অর্থ সম্পদের পরিমাণের নিরিখে এখন মুম্বইয়ের তুলনায় পিছিয়ে পড়ল টরেন্টো, ফ্রাঙ্কফুর্ট, প্যারিসের মতো তাবড় বিত্তশালী শহরগুলি।

সম্প্রতি বিশ্বের ধনী শহরগুলির সম্পদের পরিমাণ নিয়ে একটি সমীক্ষার আয়োজন করে নিউ ওয়ার্ল্ড ওয়েলথ নামের একটি সংস্থা। সমীক্ষায় প্রতিটি শহরের বাড়িঘর, অফিস, ব্যবসা বাণিজ্য সহ সমস্ত দিক বিচার করে দেখা হয়। যদিও সরকারি অর্থ সম্পদকে খতিয়ানের হিসাব থেকে বাদ দিয়েই সমীক্ষাটি করা হয়েছে। সমীক্ষা শেষে ফলাফলের নিরিখে পৃথিবীর ১৫টি বিত্তবান শহরকে বেছে নিয়েছে নিউ ওয়ার্ল্ড ওয়েলথ সংস্থাটি। প্রত্যাশামতই ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার সম্পদের ঝাঁপি নিয়ে বিশ্বের ১ নম্বর বিত্তশালী শহরের খেতাব দখলে রেখেছে নিউ ইয়র্ক। ১৫টি ‘ধনী’ শহরের মধ্যে ১২তম স্থান অধিকার করেছে মুম্বই। মুম্বইয়ের সাম্প্রতিক মোট সম্পদের পরিমাণ ৯৫০ বিলিয়ন মার্কিন ডলার। আরবসাগরের রানি এই শহরে বর্তমানে ২৮ জন ধনকুবেরের বাস। তাঁদের প্রত্যেকের লক্ষ্মীর ভাণ্ডারে সম্পদের পরিমাণ প্রায় ১০০ কোটি ডলারের বেশি। তাতে অনেকটাই লড়াইয়ে এগিয়ে যেতে সুবিধা হয়েছে মুম্বইয়ের। বিশ্বের সবচেয়ে দ্রুতগামী আর্থিক উন্নয়নের দেশ ভারতের বিত্তশালী শহর হিসাবে মুম্বই পরিচিত নাম। সেই মুম্বই এবার বিশ্বের তাবড় বিত্তশালী শহরের তালিকাতেও নাম তুলে ফেলল।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *