National

ফের জলের তলায় মুম্বই, ১৩০০ মানুষকে উদ্ধার করল এনডিআরএফ

বৃষ্টি মুম্বই শহরের পিছু ছাড়ছে না। যেখানে কলকাতা শহর স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি পেয়েছে, সেখানে মুম্বই এবার প্রায় সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। এত বৃষ্টি মুম্বই কোনও বছরই এমন লাগাতারভাবে পায়না। গত ৪ দিন ধরেই মুম্বই জুড়ে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি বুধবার মাত্রা ছাড়াল। একটানা অঝোর বর্ষণে মুম্বই শহরের অধিকাংশ জায়গা জলের তলায় চলে যায়। কুরলার বেল বাজার এলাকায় জলস্তর এতটাই বেড়ে যায় যে সেখানকার বাসিন্দাদের যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করতে হয়। প্রায় ১ হাজার ৩০০ জনকে এনডিআরএফ উদ্ধার করে।

মুম্বইয়ের বৃষ্টি এদিন সড়ক, রেল ও বিমান পরিষেবার ওপর প্রভাব ফেলেছে। মুম্বই ও নবি মুম্বইয়ের অধিকাংশ রাস্তা জলের তলায় চলে গেছে। মিঠি নদীর জল দুকুল ছাপিয়ে আশপাশ ভাসিয়ে দিয়েছে। ওয়েস্টার্ন হাইওয়েতে এদিন এতটাই যানজটের সৃষ্টি হয় যে অনেকেই কর্মস্থলে পৌঁছে উঠতে পারেননি। যেটুকু রাস্তা যাওয়া যোগ্য ছিল সেসব রাস্তায় প্রায় সব গাড়ি ঢুকে প্রবল যানজটের সৃষ্টি হয়।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

মুম্বই শহরে অনেক নিচু এলাকা রয়েছে। সিয়ন, আন্ধেরি, ওয়াডলা, পারেল, কিংস সার্কেল, চুনাভাট্টি, যোগেশ্বরী, সান্তাক্রুজ, মুলুন্দ, ভিকরোলি, কুরলা সহ অনেক এলাকায় জল ৩ ফুট ছাড়িয়ে যায়। মুম্বই শহরের নিকাশি পুরোটাই নির্ভর করছে সমুদ্রের জোয়ার-ভাটার ওপর। সমুদ্রে জোয়ার থাকলে জল শহরেই আটকে থাকে। ভাটা হলে জল আস্তে আস্তে নামতে থাকে। কিন্তু তখনও যদি অঝোর বর্ষণ চলে তাহলে জল নিকাশির সঙ্গে সঙ্গে ভরতেও থাকে। ফলে জল যন্ত্রণা একই থাকে। এদিন মুম্বইয়ের বাসিন্দাদের চিন্তার ভাঁজ পুরু করে আবহাওয়া দফতর জানিয়েছে এমন বৃষ্টি মুম্বই সহ গোটা কোঙ্কণ উপকূল জুড়েই আরও ২-৩ দিন চলবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *