National

ট্রাফিক জ্যাম, বিশ্বের ৪০৩ শহরের শীর্ষে ভারতের এই শহর

বিশ্বের ৬টি মহাদেশের ৪০৩টি শহরের মধ্যে ১ নম্বরে জায়গা পেল মুম্বই। সবচেয়ে বেশি ট্রাফিক জ্যামের শহর হিসাবে। ট্রাফিক জ্যামের নিরিখে বিশ্বের মধ্যে ৪ নম্বরে দিল্লি। লোকেশন টেকনোলজি স্পেশালিষ্ট টমটম সংস্থার করা খতিয়ান বলছে ২০১৮ সালে বিশ্বে ট্রাফিক জ্যামের শহর হিসাবে ১ নম্বর জায়গা ধরে রেখেছে মুম্বই। কারণ তার আগের বছরও মুম্বই এই তালিকার ১ নম্বর জায়গাতেই ছিল। ফলে পরপর ২ বছর এই নজির গড়ল ভারতের বাণিজ্যনগরী।

টমটম-এর পরিসংখ্যান বলছে, মুম্বই শহরে একজন তাঁর গন্তব্যে পৌঁছতে ৬৫ শতাংশ বেশি সময় ব্যয় করেন। আর তা করতে হয় কেবল ট্রাফিক জ্যামের কারণে। এই তালিকার ২ নম্বরে রয়েছে কলম্বিয়ার রাজধানী বোগোটা। এখানে একজন পথচলতি মানুষকে ৬৩ শতাংশ অতিরিক্ত সময় ট্রাভেল টাইম হিসাবে ব্যয় করতে হয়। তৃতীয় স্থানে রয়েছে পেরুর রাজধানী শহর লিমা। এখানে অতিরিক্ত সময় ব্যয় করতে হয় ৫৮ শতাংশ। ৪ নম্বরে থাকা দিল্লিতেও একজন রাস্তায় বার হয়ে গন্তব্য ছুঁতে এই একই পরিমাণ অতিরিক্ত সময় ব্যয় করেন। পঞ্চম স্থানে রয়েছে রাশিয়ার রাজধানী শহর মস্কো। এখানে ট্রাফিকের ভিড়ে অতিরিক্ত সময় ব্যয় হয় ৫৬ শতাংশ।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

টমটম সংস্থা জানাচ্ছে শেষ ১০ বছরে বিশ্ব জুড়ে ট্রাফিক জ্যাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ফলে তাদের এই ১০ বছরে বিশ্বের ৭৫টি নতুন শহরকে তালিকাভুক্ত করতে হয়েছে। আর যা পরিস্থিতি তাতে ক্রমেই এই ট্রাফিক সমস্যা বেড়ে চলেছে। বিশ্বের সাকুল্যে ৯০টি এমন শহর রয়েছে যেখানে যাতায়াতের সময় বেড়েই চলেছে ট্রাফিক সমস্যার কারণে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *