Kolkata

বিশ্ব বাংলা ইস্যুতে ফের মুকুলের প্রশ্নবাণ

মুখ্যমন্ত্রী বলছেন তিনি বিশ্ব বাংলার লোগো তৈরি করেছেন। সেই লোগো তিনি রাজ্য সরকারকে ব্যবহার করতে দিয়েছেন। তাই যদি হবে তাহলে এই মর্মে চুক্তির কপি কই? কার সঙ্গে চুক্তি হয়েছিল? যদি চুক্তি হয়েই থাকে তবে সেই চুক্তির কপি সামনে আনছেন না কেন? এদিন ফের এভাবেই বিশ্ব বাংলা ইস্যুতে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একগুচ্ছ প্রশ্নবাণ ছুঁড়ে দিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়। তাঁর প্রশ্ন, মুখ্যমন্ত্রী যদি লোগো রাজ্য সরকারকে চুক্তি করে দিয়েই ছিলেন তবে কেন তার সত্ত্ব চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদন করেছিলেন? মুকুলবাবুর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর অনুমতিক্রমেই তিনি লোগোর সত্ত্ব চেয়েছিলেন। এদিকে বিশ্ব বাংলা নিয়ে তিনি গত ১০ নভেম্বর রানি রাসমনি রোডের সভা থেকে প্রশ্ন তোলার পরই কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি গত ১৩ নভেম্বর দরখাস্ত প্রত্যাহার করে নিলেন তাও জানতে চেয়েছেন বিজেপি নেতা মুকুল রায়।

প্রসঙ্গত, গত বুধবার মুখ্যমন্ত্রী বিধানসভায় দাবি করেন বিশ্ব বাংলা লোগো তাঁর তৈরি। তাঁর স্বপ্নের সৃষ্টি সেটি। এটা তিনি রাজ্য সরকারকে ব্যবহার করতে দিয়েছেন। কোনওদিন যদি রাজ্য সরকার মনে করে যে এই লোগো তারা ব্যবহার করবে না। সেদিন লোগোর স্বত্ব তাঁর কাছেই ফেরত আসবে। গত বুধবার এ প্রসঙ্গে কোনও মতামত প্রকাশ না করলেও এদিন ফের মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে দিলেন মুকুল রায়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *