মাঝ নদীতে ভাসমান গাছের গুঁড়ির ওপর ৩টি সাইকেল, ৬ বছর পরও রহস্যভেদ হল না
প্রায় ৬ বছর কেটে গেছে। এখনও রহস্যের সমাধান হল না। জানা গেলনা পৃথিবী বিখ্যাত নদীর মাঝখানে ভাসমান একটি গাছের গুঁড়ির ওপর ৩টি সাইকেল কেন রাখা আছে।
পৃথিবীর বিখ্যাত কয়েকটি নদীর তালিকায় এ নদীর স্থান। জল বয়ে চলেছে অবিরত। এ নদী অনেক শহর গ্রামের জীবন রেখা। সে নদীর একটা জায়গায় মাঝখানে একটি ভাসমান গাছের গুঁড়ি রয়েছে। যা দীর্ঘদিন ধরে শুকনো হয়ে আটকে আছে সেখানে।
একটা নদীর মাঝখানে এমন একটা গাছের গুঁড়ি সাধারণভাবে দেখা যায়না। সেটা অবশ্য আশ্চর্যটা নয়। ২০২০ সালে সেই গুঁড়ির ওপর একদম সকলের নজরে আসে এমনভাবে ৩টি সাইকেল রাখা হয়েছিল।
একটা নদীর মাঝখানে ৩টি সাইকেল কেন! কারা রাখল সাইকেল? কেনই বা রাখল? খোঁজ শুরু হয়। কিন্তু সেই ২০২০ সাল থেকে এখনও এ খোঁজ পাওয়া যায়নি যে কে বা কারা ওখানে সাইকেল রেখেছিলেন। সাইকেলগুলো ওখানে এল কীভাবে?
চারধার দিয়ে বয়ে যাওয়া জলে নদীর মাঝখানে ওই সাইকেল কেনই বা রাখা হল? এর উত্তর এখনও পাওয়া যায়নি। অনেক চেষ্টা হয়েছে। স্থানীয় মানুষজনকে জিজ্ঞেস করা হয়েছে। সমাজ মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু আজও এ রহস্য রহস্যই রয়ে গেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম নদী মিসৌরি। গোটা পৃথিবী কার্যত মিসিসিপি এবং মিসৌরি নদীর নাম একসঙ্গে বলে থাকে। পৃথিবী বিখ্যাত মিসৌরি নদী মন্টানা শহরের গা ঘেঁষে বয়ে গেছে। এই ঘটনা সেই মন্টানা শহরের।
ওই সাইকেলগুলি ওখান থেকে সরিয়ে আনতে পারত নগর প্রশাসন। কিন্তু তারা তা করেনি। বরং সেটাকে একটি শিল্পকর্ম হিসাবে ওই গাছের গুঁড়ির ওপর মাঝ নদীতেই রেখে দিয়েছে। যেমন পাওয়া গিয়েছিল ঠিক তেমন ভাবেই।
এখন সেটা একটা দ্রষ্টব্য বিষয় হয়ে উঠেছে। অনেক পর্যটক মন্টানা শহরে হাজির হন মিসৌরি নদীর মাঝখানে গাছের শুকনো গুঁড়ির ওপর রাখা ওই ৩ রহস্যজনক সাইকেল দেখতে।













