Business

‘জিও’ আতঙ্কে খরচ কমাচ্ছে মোবাইল সংস্থাগুলি

রিলায়েন্স যখন মোবাইল ব্যবসায় পা রেখেছিল, তখনও তারা বাকি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির ঘুম ছুটিয়ে দিয়েছিল। মানুষকে কম পয়সায় পরিষেবা দেওয়া শুরু করে মোবাইল ব্যবসার চড়া খরচকে আমজনতার ধরা ছোঁয়ার মধ্যে এনে দিয়েছিল তারা। এবার রিলায়েন্স জিও বাজারে আত্মপ্রকাশের আগেই সেই এক অবস্থা ফিরিয়ে আনল তারা। তবে এবার মোবাইল ডাটার ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে মোবাইল ইন্টারনেটের খরচ একটা অঙ্কে ধরে রেখেছিল ভোডাফোন, এয়ারটেল, আইডিয়ার মত সংস্থাগুলি। যা বেশ চড়া। তবে উপায়ান্তর না থাকায় বাধ্য হয়েই সেই অর্থ ব্যয় করেই মোবাইলে ইন্টারনেট পরিষেবা সচল রাখছিলেন গ্রাহকরা। কিন্তু জিও এতটাই কম অর্থব্যয়ে পরিষেবার কথা বলছে, তাতে ফের একবার ঘুম ছুটেছে অন্যান্য সংস্থার। কোনও ঝুঁকি না নিয়ে গ্রাহক ধরে রাখতে তাই সকলেই প্ল্যানগুলিকে সস্তা করা শুরু করে দিয়েছে। জিও বাজারে পা দেওয়ার আগেই খরচ কমিয়ে দিয়েছে সংস্থাগুলি। যেমন ভোডাফোন ৪৪৯ টাকায় এতদিন ২ জিবি ডাটা দিত। এখন তা বাড়িয়ে তারা ৩ জিবি করেছে। ৬৫০ টাকায় এতদিন তারা ৩ জিবি ডাটা দিত। এখন দিচ্ছে ৫ জিবি। আর ৯৯৯ টাকায় আগে ভোডাফোন দিত ৬ জিবি ডাটা। গ্রাহকদের মন রাখতে যা বাড়িয়ে করা হয়েছে ১০ জিবি। অন্যদিকে ভারতী এয়ারটেল তাদের ডাটা খরচ প্রায় ৮০ শতাংশ কমিয়েছে। দুটি প্ল্যান এনেছে তারা, একটি বছরে ১৪৯৮ টাকা অন্যটি অর্ধবর্ষের জন্য ৭৪৮ টাকা। এটা একবার রিচার্জ করার পর এবার সারা বছর বা অর্ধবর্ষে যখন ইচ্ছে ৫১ টাকা দিলে ১ জিবি, ৯৯ টাকা দিলে ২ জিবি ও ২৫৯ টাকা দিলে ৫ জিবি ডাটা ব্যালান্স হিসাবে পাবেন গ্রাহকরা। খরচ কমিয়েছে আইডিয়াও। আইডিয়া এখন ৯৯০ টাকায় ৩জি বা ৪জিতে ১০ জিবি ডাটা, ৩৪৯ টাকায় ২ জিবি ডাটা ও ৬৪৯ টাকায় ৫ জিবি ডাটা গ্রাহকদের অফার করছে। জিও-র আতঙ্ক যে অন্য পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে কতটা গ্রাস করেছে তা এই খরচ কমানোর বহর থেকেই পরিস্কার। যাতে বেজায় খুশি গ্রাহকরা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *