Entertainment

রাজ্যসভা থেকে মিঠুনের ইস্তফা

২০১৪ সালে তৃণমূলের তরফে রাজ্যসভার সাংসদ মনোনীত হন মিঠুন চক্রবর্তী। চলতি বছরে বেশ কয়েকবার পিঠের ব্যথার চিকিৎসায় তাঁকে আমেরিকা যেতে হয়েছিল।

রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। শারীরিক কারণেই তাঁর এই সিদ্ধান্ত বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে। দলের তরফে তাঁর দ্রুত আরোগ্যও কামনা করা হয়েছে।

২০১৪ সালে তৃণমূলের তরফে রাজ্যসভার সাংসদ মনোনীত হন মিঠুন চক্রবর্তী। চলতি বছরে বেশ কয়েকবার পিঠের ব্যথার চিকিৎসায় তাঁকে আমেরিকা যেতে হয়েছিল। ফলে গত দুটি অধিবেশনে যোগও দিতে পারেননি তিনি।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

২০০৯ সালে একটি সিনেমার শ্যুটিং চলাকালীন হেলিকপ্টার থেকে তাঁর ঝাঁপিয়ে পড়ার দৃশ্য ছিল। সেই স্টান্ট তিনি নিজেই দেন। কিন্তু লাফ দিয়ে পড়ার সময় তাঁর পিঠে বড় ধরণের চোট লাগে। তখনকার মত ঠিক হয়ে গেলেও গত এক বছরে সেই ব্যথা ফের চাড়া দেয়। যার জেরে একবছরের মধ্যে দীর্ঘ সময় বিশ্রামে কাটাতে হয় ৬৬ বছরের এই বলিউড তারকাকে।

শারীরিক অবস্থার কারণেই তাঁর রাজ্যসভা থেকে ইস্তফা বলে দলের তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত ২০২০ সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদ পদে থাকার কথা ছিল মিঠুন চক্রবর্তীর।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *