Entertainment

মিস ওয়ার্ল্ডের শিরোপা জিতলেন ভারতের মানুষী

২০১৭ সালের মিস ওয়ার্ল্ড হলেন ভারতীয় সুন্দরী মানুষী ছিল্লার। বিশ্বের ১০৮টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে চিনের সানায়া সিটিতে এদিন সেরার শিরোপা ছিনিয়ে নেন মানুষী। ২১ বছরের এই ডাক্তারির ছাত্রীর ছোটবেলার স্বপ্ন এদিন সার্থক হল যখন তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দিলেন গতবারের মিস ওয়ার্ল্ড জয়ী পুয়ের্তো রিকোর স্টেফানি দেল ভালে। চলতি বছরের শুরুতেই ফেমিনা মিস ইন্ডিয়া খেতাব জিতেছিলেন মানুষী ছিল্লার।

একাধারে সুন্দরী ও বুদ্ধিমতী হরিয়ানার মেয়ে মানুষী ভারত সেরা হওয়ার পরই একটি উদ্যোগ শুরু করেন। মেয়েদের রজঃস্বলা অবস্থায় কি ধরণের স্বাস্থ্য সচেতনতা থাকা উচিত তা সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ শুরু করেন তিনি। এদিন বিশ্বমঞ্চে তাঁকে প্রশ্ন করা হয়েছিল কোন পেশায় সবচেয়ে বেশি মাইনে হওয়া উচিত এবং কেন? উত্তরে মানুষী জানান, টাকাই সব কথা নয়। মানুষীর বাবা-মা দুজনেই প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। মা নীলম ছিল্লার পেশাগত ভাবে একজন ডাক্তার। মানুষীর বাবা মিত্রবসু ছিল্লার ডিআরডিও-র একজন বিজ্ঞানী। মিস ওয়ার্ল্ডের মুকুট পড়ে মানুষী নিজের বক্তব্যে প্রথমেই তাঁর মায়ের কথা তুলে ধরেন। তাঁর এই সাফল্যের পিছনে তাঁর মায়ের অবদানের কথা তুলে ধরে মানুষী বলেন, জীবনে মা-ই সর্বশ্রেষ্ঠ, তাঁর উপরে আর কেউ নেই। এদিন ভারত প্রথম স্থান অধিকার করার পাশাপাশি দ্বিতীয় হয় ইংল্যান্ড, তৃতীয় ফ্রান্স, চতুর্থ কেনিয়া ও পঞ্চম স্থান অধিকার করেন মেক্সিকোর সুন্দরী।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ঐশ্বর্য রাই, ডায়ানা হেডেন, যুক্তামুখী ও প্রিয়াঙ্কা চোপড়ার পর মানুষী পঞ্চম ভারতীয় যিনি মিস ওয়ার্ল্ডের শিরোপা অর্জন করলেন। শেষ প্রায় দু দশক আগে মিস ওয়ার্ল্ডের শিরোপা অর্জন করেছিলেন প্রিয়াঙ্কা। তাঁকে মুকুট পড়ান যুক্তামুখী। সেবার পর পর দুবার ভারতীয় সুন্দরী মিস ওয়ার্ল্ডের মুকুট পড়েছিলেন। সেই ২০০০ সালের পর ২০১৭, মানুষীর হাত ধরে ১৭ বছরের খরা কাটল ভারতীয় গ্ল্যামার ওয়ার্ল্ডের। ছবি – সৌজন্যে – ট্যুইটার

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *