World

রাস্তার ধারে ঝলসে ওঠা আলোর ছটা মহাজাগতিক বিস্ময় বলেই ধারনা

একটি ব্যস্ত রাস্তার ধারে যা ঘটল তা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। অমন আলোর ছটা। তার সঙ্গে জোড়াল আওয়াজ। যার কারণ জাগতিক নয়, মহাজাগতিক বলেই মনে করা হচ্ছে।

রাস্তায় ব্যস্ততা যথেষ্ট। একের পর এক গাড়ি যাচ্ছে। সন্ধে নেমেছে। সেই সময় সকলকে অবাক করে রাস্তার কাছেই একটি তীব্র আলোর ঝলকানি দেখে চমকে ওঠেন সকলে। শুধু কি ঝলকানি! তার সঙ্গে প্রচণ্ড আওয়াজ। যে আওয়াজে কান তো ঝালাপালা হলই, অনেক বাড়ির কাচের জানালা ভেঙে যায়। দেওয়াল কেঁপে ওঠে।

আতঙ্কে পুলিশে ফোন করতে থাকেন অনেকে। ফোনেই পুলিশ জানতে পারে আওয়াজ ও আলোর ঝলকানিটা দেখা গেছে সন্ধে সাড়ে ৬টা নাগাদ। অনেকে আওয়াজটা বিস্ফোরণের বলে মনে করেন। কোনও খারাপ ঘটনার পূর্বাভাস এটা, এমনও মাথায় আসে অনেকের।

আমেরিকার মিনেসোটা শহরে এই বুক কাঁপানো দিওয়ালী হল কেন? পুলিশ কিন্তু এর সদুত্তর খুঁজে পায়নি। সব কিছু খতিয়ে দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এ আওয়াজ ও আলো কোনও জাগতিক ঘটনাই নয়। এটা মহাজাগতিক ঘটনা।

মহাকাশ থেকে পড়া কোনও গ্রহাণুর টুকরোই সম্ভবত এই আলো ও আওয়াজের কারণ বলে মনে করা হচ্ছে। এটা যে কোনও বিস্ফোরণ নয় তা মোটামুটি নিশ্চিত পুলিশ।


এমনও মনে করা হচ্ছে যে আকাশ দিয়ে যেতে গিয়ে কোনও একটা ঘটনা এমন ঘটেছে যে গ্রহাণুটি এখানে এই আলোর ছটার কারণ হয়।

এখনও অবশ্য এর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। স্থানীয় অনেকেই এই ঘটনার ছবি শেয়ার করেছেন। আলোর ছটার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরাতেও।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button