পাখির বাসার কারণে আগুন ধরে যাওয়া সেই বাড়ি, ছবি – সৌজন্যে – ফেসবুক – @A2fire
পাখিরা অতি যত্ন করে একটি একটি করে ডালপালা ও অন্যান্য সামগ্রি জোগাড় করে অনেক দিনের পরিশ্রমে তাদের জন্য একটি বাসা বানায়। বাবুইয়ের মত অনেক পাখির বাসা একটা বিরল শিল্পও বটে।
সেই পাখির বাসা যাতে নষ্ট না হয়ে যায় সেদিকে নজর রাখে মানুষ। কারণ সেটা শুধু পাখিদের বাসাই নয়, সেখানেই তারা ডিম পাড়ে। পক্ষীশাবকদের প্রতিপালন করে বড় করে।
সেই পাখির বাসার মত নিরীহ একটি জিনিস যে এমন অগ্নিকাণ্ড ঘটাবে তা বোধহয় কেউ ভাবতেও পারেননি। ঘটনাটি একটি বাড়ির রান্নাঘরের। সেই রান্নাঘরে যে এক্সস্ট ফ্যানটি রয়েছে তার খাঁজেই বাসা বেঁধেছিল কোনও পাখি।
সেই বাসা অনেকদিন ধরেই সেখানে রয়েছে। কারও নজরে পড়েনি। এদিকে বাসাটি এক্সস্ট ফ্যানের খাঁজে তৈরি হওয়ায় তাতে অনেকদিন ধরেই রান্নার তেল জমেছিল। ফলে বাসাটি ক্রমে জ্বলনশীল হয়ে উঠেছিল। তারপর কোনও কারণে অতি গরমে সেটি জ্বলে ওঠে। তা থেকেই আগুন। যা ছড়িয়ে পড়ে রান্নাঘরে।
দ্রুত দমকলবাহিনী পদক্ষেপ করে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ক্ষয়ক্ষতি হলেও তা বড় কিছু নয়। কিন্তু এটা একটা শিক্ষা হিসাবেই নিচ্ছে মিশিগানের দমকল বিভাগ। তারা সোশ্যাল মিডিয়া মারফত সকলকে বিষয়টি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
দমকলের তরফ থেকে সতর্ক করে জানানো হয়েছে প্রতিটি পরিবারেরই উচিত তাদের রান্নাঘরের এক্সস্টের আশপাশ পরীক্ষা করা। যাতে সেখানে এমন কিছু সবার অলক্ষ্যে তৈরি না হতে পারে। এছাড়া এক্সস্টের ধোঁয়া বার হওয়ার জায়গাটি ঢাকা দেওয়ারও পরামর্শ দিয়েছে দমকল বিভাগ। যাতে সেখানে কোনও পশুপাখি ঢুকে পড়তে না পারে।
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…