World

গ্যাংওয়ারে যুদ্ধক্ষেত্র এলাকা, মৃত ১৯

৭৯ জনের প্রাণ কেড়েছে এই মারণ ভাইরাস। তারপরও সেখানে ড্রাগ মাফিয়া গ্যাংগুলির দৌরাত্ম্য থেমে নেই। তারা তাদের মতই সংঘর্ষ চালিয়ে যাচ্ছে।

করোনা ভাইরাসের ছোবলে এখন গোটা দুনিয়া ওলটপালট হয়ে যাচ্ছে। অনেক দেশে লকডাউন। কাজকর্ম শিকেয়। অর্থনীতি কতটা ক্ষতির মুখে তাই এখনও পরিস্কার নয়। ইতালি, স্পেন, ফ্রান্স, ব্রিটেনের পাশাপাশি শোচনীয় পরিস্থিতি আমেরিকায়।

সেই আমেরিকার গা ঘেঁষে অবস্থিত মেক্সিকো। সেখানেও করোনা থাবা বসিয়েছে। ৭৯ জনের প্রাণ কেড়েছে এই মারণ ভাইরাস। তারপরও সেখানে ড্রাগ মাফিয়া গ্যাংগুলির দৌরাত্ম্য থেমে নেই। তারা তাদের মতই সংঘর্ষ চালিয়ে যাচ্ছে।

মেক্সিকোর চিহুয়াহুয়া শহরে এক রক্তক্ষয়ী গ্যাংওয়ারে জড়িয়ে পড়ল ২টি ড্রাগ পাচারকারী মাফিয়া গ্যাং। চলল অসংখ্য গুলি। রাজপথ রণক্ষেত্রের চেহারা নেয়। মানুষজন প্রাণ বাঁচিয়ে ঘরে আশ্রয় নেন। রাস্তায় তখন ২ পক্ষে চলছে যুদ্ধ।

এই লড়াই থামাতে পুলিশ ও সেনাকে আসরে নামতে হয়। অবশেষে তাদের হস্তক্ষেপে থামে এই প্রবল সংঘর্ষ। সংঘর্ষ থামলেও মৃত্যু হয়েছে ২ পক্ষের ১৯ জনের। ১৮ জন রাস্তার ওপরই মারা যায়।


একজনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এছাড়াও ২ পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে এই সংঘর্ষে।

সন্ধে থেকে রাত পর্যন্ত চলা এই সংঘর্ষ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এই লড়াইয়ে যুক্তদের খোঁজে তল্লাশিও চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button