Business

মেহুলকে ভারতে ফেরাতেই কী নামল প্রাইভেট জেট, জল্পনা তুঙ্গে

ঋণখেলাপিতে যুক্ত হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে ফেরাতেই কী ডমিনিকায় নেমেছে একটি প্রাইভেট জেট? বিষয়টি নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। অ্যান্টিগুয়ার প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে জেট নেমেছে।

ভারত ছেড়ে রাতারাতি চম্পট দেওয়া পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাড়ে ১৩ হাজার কোটি টাকা ঋণখেলাপিতে অভিযুক্তদের অন্যতম হিরে ব্যবসায়ী মেহুল চোকসি আপাতত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দ্বীপরাষ্ট্র ডমিনিকায় রয়েছেন। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

২০১৮ সাল থেকে অ্যান্টিগুয়ায় লুকিয়ে থাকা মেহুল জলপথে নৌকায় করে ডমিনিকা হয়ে কিউবা পালানোর সময় তাঁকে গ্রেফতার করে পুলিশ। তারপরই ভারত তাঁকে ফেরানোর জন্য আবেদন জানায়।

যদিও ডমিনিকা জানিয়ে দেয় তারা এখনই মেহুলকে ফেরাতে পারবেনা। এরমধ্যেই ২ জুন মেহুলের শুনানি রয়েছে ডমিনিকার আদালতে। তার আগে সেখানে গিয়ে পৌঁছেছে একটি ব্যক্তিগত বিমান।

অ্যান্টিগুয়ার প্রধানমন্ত্রী সংবাদ সংস্থা অ্যান্টিগুয়া নিউজ রুমকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, একটি ব্যক্তিগত বিমান ডমিনিকায় নেমেছে। সেটি কাতার থেকে এসেছে।

প্রধানমন্ত্রী সংবাদ সংস্থাকে আরও জানিয়েছেন যে মেহুল চোকসি যে ভারত থেকে পালিয়েছেন সে বিষয়েই হয়তো বিস্তারিত প্রামাণ্য তথ্য নিয়ে ওই বিমানটি এসেছে। ভারত সেসব তথ্য পাঠিয়েছে বলেই মনে হচ্ছে বলে জানিয়েছেন অ্যান্টিগুয়ার প্রধানমন্ত্রী।

ডমিনিকায় ব্যক্তিগত বিমান নামা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে উঠেছে। তবে কী ভারত ওই বিমানেই মেহুল চোকসিকে দেশে ফিরিয়ে আনতে চলেছে? এমনও মনে করছেন অনেকে। যদিও এবিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More