World

১৮২২ সালের পর এই প্রথম কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রী একাজ করলেন

সেই ১৮২২ সালে এমনটা করেছিলেন লর্ড লিভারপুল। তারপর সেই ঘটনা ফের ঘটালেন বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। অনেক ব্রিটেনবাসী সে খবর আগে থেকে জানতেই পারলেননা।

ব্রিটেনে করোনা এখন তুলনায় কিছুটা নিয়ন্ত্রণে। ক্রমশ স্বাভাবিক হচ্ছে জীবন। এরমধ্যেই কাজটা সেরে ফেললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

এমনভাবেই সারলেন যে কাকপক্ষীও টের পেল না। নেহাতই গোপনে বিয়ে করে ফেললেন তিনি। ৫৬ বছরের বরিস বিয়ে করলেন তাঁর প্রেমিকা ৩৩ বছরের ক্যারি সাইমন্ডসকে। সেই গোপন বিয়ের খবর ফাঁস করে দিয়েছে একটি ব্রিটিশ পত্রিকা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ওয়েস্টমিনস্টার ক্যাথিড্রালে গত শনিবার সকালে এই গোপন বিয়ে সারেন বরিস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর ও ক্যারির সাকুল্যে ৩০ জন আত্মীয় বন্ধু।

তাঁদের সাক্ষী রেখেই দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। যদিও এ খবর সরকারিভাবে এখনও প্রকাশ করা হয়নি। এই খবরের নিশ্চয়তা দেওয়া হয়নি ডাউনিং স্ট্রিটের তরফে।

ব্রিটেনের ইতিহাস বলছে বরিস জনসনের বিয়ে ১৮২২ সালের পর একটি নজির। কারণ ১৮২২ সালে ব্রিটিশ রাষ্ট্রপ্রধান থাকাকালীন লর্ড লিভারপুল বিয়ে করেন মেরি চেস্টারকে। তারপর ব্রিটিশ ইতিহাসে প্রধানমন্ত্রী পদে থাকাকালীন বরিস জনসনই প্রথম যিনি বিয়ে করলেন।

২০১৯ সালে ক্যারি সাইমন্ডস ও বরিস জনসন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে প্রেমের বন্ধনে জড়িয়ে পড়েন। তাঁদের একটি ১ বছরের পুত্রসন্তানও রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More