Business

চোখ লাল, শরীরে আঘাতের চিহ্ন, সামনে এল মেহুল চোকসির ছবি

ঋণখেলাপিতে অভিযুক্ত হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে গ্রেফতারের পর তাঁর প্রথম ছবি সামনে এল। ছবিতে দেখা যাচ্ছে তাঁর শরীরে রয়েছে আঘাতের চিহ্ন।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৪ হাজার কোটি টাকার ঋণখেলাপিতে অভিযুক্তদের তালিকায় নীরব মোদীর পাশাপাশি তাঁর মামা মেহুল চোকসির নাম রয়েছে। ২০১৮ সালের জানুয়ারি মাসে মাম-ভাগ্নে দেশ ছেড়ে রাতারাতি পালান।

মেহুল চোকসি ২০১৮ সাল থেকেই গা ঢাকা দিয়েছিলেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অ্যান্টিগুয়া ও বারবুডায়। গত সপ্তাহে এই অ্যান্টিগুয়া থেকে দ্বীপরাষ্ট্র ডমিনিকা হয়ে কিউবা পালানোর চেষ্টা করছিলেন মেহুল।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

নৌকায় করে সমুদ্রপথে পালানোর চেষ্টা করছিলেন মেহুল। সে সময় খবর পেয়ে তাঁকে নাটকীয়ভাবে নৌকা থেকে গ্রেফতার করে পুলিশ। রাখা হয় ডমিনিকার কারাগারে। ভারত তাঁকে দেশে ফেরানোর আর্জি জানায় তারপরই। কিন্তু ডমিনিকা সে আবেদন নাকচ করে দেয়।

মেহুল চোকসির আইনজীবী সংবাদ সংস্থা আইএএনএস-কে জানান মেহুলের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি দাবি করেন তাঁর মক্কেলকে কারাগারে মারধর করা হয়েছে। কিন্তু ঠিক কী অবস্থায় রয়েছেন মেহুল তা জানা যাচ্ছিল না।

এবার মেহুল চোকসির ছবি সামনে আনল অ্যান্টিগুয়া নিউজ রুম নামে একটি সংবাদ সংস্থা। সোশ্যাল সাইটে প্রকাশিত হওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে ৬২ বছরের মেহুলের একটি চোখ লাল টকটক করছে। দেহে রয়েছে আঘাতের চিহ্ন।

এদিকে মেহুলের আইনজীবী আরও দাবি করেছেন যে মেহুল চোকসিকে ভারতে পাঠানোর জন্যই হয়তো চেষ্টা করা হচ্ছে। তাঁর মক্কেলকে একটি অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

মেহুল চোকসিকে ভারতে পাঠানোর জন্য কোনও এক শক্তি কাজ করছে বলেও দাবি করেন আইনজীবী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More