
আগামী সোমবার জম্মু কাশ্মীরের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন মেহবুবা মুফতি। তাঁর দল পিডিপির তরফে শুক্রবার শপথ গ্রহণের দিন ঘোষণা করা হয়েছে। শ্রীনগরে পিডিপি নেতা অমিতাভ মাত্তু জানিয়েছেন, তাঁর আশা মেহবুবা মুফতি রাজ্যে শান্তি ও সমৃদ্ধির এক নতুন যুগের সূচনা করবেন। সূত্রের খবর, পিডিপি ও বিজেপি একসঙ্গে বসেই শপথ গ্রহণের দিন ঠিক করে। পরে তা তারা রাজ্যপাল এন এন ভোরাকে জানিয়ে দেয়। তবে সোমবার মেহবুবা মুফতি শপথ নিলেও তাঁর মন্ত্রিসভা কবে শপথ নেবে তা এখনও ঠিক হয়নি। সূত্রের খবর, দুই দলের নেতারা একসঙ্গে বসে দিনক্ষণ ঠিক করে পরে তা ঘোষণা করবেন।