World

ঠাকুমার শেখানো মন্ত্রেই রাতারাতি লাখপতি এক ব্যক্তি

এমনটাও হয়? তিনি নিজেই জানিয়েছেন এমনটা তাঁর সঙ্গে বহুকাল হয়নি। তবে এবার হল। ঠাকুমার মন্ত্রে লাখপতি হলেন তিনি।

Published by
News Desk

তাঁকে তাঁর ঠাকুমা বলতেন কারও ভাগ্য প্রতিদিন সুপ্রসন্ন হয়না। এক আধ দিনই হয়। সেকথা তিনি ভোলেননি। ঠাকুমার বক্তব্যের মর্মার্থ তাঁর মস্তিষ্কে এমনভাবে জায়গা করে নিয়েছিল যে এখনও তিনি সেটা মাথায় রেখে এগোন।

তিনি মাঝেমধ্যেই লটারির টিকিট কাটেন। সেখানেও ঠাকুমার মন্ত্রই কাজে লাগান। তিনি প্রথমে স্ক্র্যাচ করা নম্বর মেলানো লটারির ২টি টিকিট কাটেন। সে ২টি স্ক্র্যাচ করেন।

যদি দেখেন তার একটিতেও তিনি কিছুও পুরস্কার জিতলেন, তাহলে সেদিন তিনি টিকিট কাটতে থাকেন। ঠাকুমার কথা মাথায় রেখে তিনি মনে করেন ওই দিনটায় তাঁর ভাগ্য সহায় আছে।

এবারও তাই করেছিলেন। আর ঠাকুমার শেখানো সেই মন্ত্রে ফের তিনি মোটা টাকা জিতে নিলেন লটারি থেকে। ৫০ হাজার ডলার জিতে নিয়েছেন তিনি। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪১ লক্ষ টাকার সমান।

আমেরিকার বাল্টিমোরের বাসিন্দা ওই ব্যক্তি। তিনি লটারি জেতার পর স্বীকার করেছেন তিনি তাঁর ঠাকুমার শেখানো মন্ত্র মেনেই এই অর্থ জয় করলেন।

এর আগেও তিনি ২ বার এমনভাবে লটারি জিতে অর্থবান হয়েছেন। আর সেই ২ বারই ঠাকুমার শেখানো মন্ত্রই কাজে দিয়েছে তাঁর জীবনে। সেটাই এখন তাঁর লটারি জেতার রণকৌশল হয়ে উঠেছে।

তিনি এটাও জানিয়েছেন এর আগে ২ বার জিতলেও তা বহুদিন আগের কথা। হালফিলে এই প্রথম তিনি এমন একটা মোটা অঙ্ক জিতে নিলেন।

Share
Published by
News Desk

Recent Posts