National

সুপ্রিম কোর্টে খারিজ কং আবেদন, গোয়ার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন পারিক্কর

গোয়ায় সংখ্যাগরিষ্ঠ দল তারাই। তবু তাদের সরকার গড়তে ডাকলেন না রাজ্যপাল। তাই গোয়ার মুখ্যমন্ত্রী হিসাবে মনোহর পারিক্করের ওপর স্থগিতাদেশ জারি করা হোক। এই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস। কিন্তু শীর্ষ আদালত তাদের সেই আবেদন খারিজ করে দিয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, কংগ্রেসও সুযোগ পেয়েছিল নিজেদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যপালের কাছে যেতে। কিন্তু তারা যায়নি। বিজেপি গিয়েছিল। ফলে মনোহর পারিক্করের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণে কোনও বাধা নেই। তবে আগামী ১৬ মার্চ মনোহর সরকারকে তাদের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ বিধানসভায় দিতে হবে বলেও জানিয়ে দেয় আদালত।

এদিকে এদিন ১৭ জন বিধায়ককে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে কংগ্রেস। রাজ্যে সবচেয়ে বেশি আসন তাদের দখলে থাকায় তাদেরই আগে সরকার গড়তে ডাকা উচিত ছিল বলে দাবি করে রাজ্যপালের সঙ্গে কথা বলে তারা। প্রায় আধঘণ্টা কথা হয়। যদিও তাতে কাজের কাজ কিছু হয়নি। বিকেলে পানাজিতে গোয়ার রাজভবনে মনোহর পারিক্করকে শপথবাক্য পাঠ করান গোয়ার রাজ্যপাল মৃদুলা সিনহা। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গড়কড়ি, বিজেপি সভাপতি অমিত শাহ সহ বিজেপির নেতারা। ৪০ আসনের বিধানসভায় তাদের ঝুলিতে এসেছে ১৩টি আসন। সরকার গড়তে দরকার কমপক্ষে ২১টি আসন। সেখানে এদিন পারিক্কর দাবি করেন তাঁদের হাতে অন্যান্য দলের সমর্থন রয়েছে। মোট ২১ জন বিধায়কের সমর্থন রয়েছে তাঁদের। তবে তা মুখের কথা। এই দাবির স্বপক্ষে আগামী ১৬ তারিখ বিধানসভায় প্রমাণ দিতে হবে প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীকে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *