Let’s Go

রাবণের শ্বশুরবাড়ি রয়েছে এ দেশেই, কথিত রয়েছে নানা কাহিনি

রামায়ণ সকলেরই জানা। রাবণের কথাও। রাবণের শ্বশুরবাড়ি কিন্তু এ দেশেই। কথিত আছে সেখানেই ধুমধাম করে বিয়ে হয়েছিল রাবণের। আজও সেখানে মানুষের ঢল নামে।

রামায়ণে রাম রাবণের যুদ্ধের কাহিনি তো ছোটরা শুনতে শুনতে বড় হয়। ভারতীয়দের কাছে রামায়ণের কাহিনি কমবেশি সকলের জানা। রাবণের স্ত্রী মন্দোদরীর নামও জানেন সকলে।

রাবণ লঙ্কার রাজা হলেও তিনি কিন্তু মন্দোদরীকে বিয়ে করতে এসেছিলেন এ দেশেই। আর পৌঁছেছিলেন অনেক দূরে মরু রাজ্যে। রাজস্থানের মান্দোর নামে জায়গার রাজকন্যা ছিলেন মন্দোদরী। সে সময় তাঁর সঙ্গে বিয়ে হয় লঙ্কাধিপতি রাবণের।

রাজস্থানের মারওয়ারের রাজধানী ছিল মান্দোর। কথিত আছে এখানকার রাজপ্রাসাদেই বসেছিল বিয়ের আসর। ধুমধাম করেই বিয়ে হয় রাবণের।

এখানে ‘রাবণ চাবরি’ নামে একটি জায়গা রয়েছে প্রাসাদের প্রাঙ্গণে। বলা হয় সেখানেই নাকি রাবণ ও মন্দোদরী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সেই বিয়ে হয়েছিল দেখার মত।

এই জায়গা আজও তাই দ্রষ্টব্য। বহু মানুষ ছুটে আসেন প্রতিবছর এখানে রাবণের বিয়ের স্থান দেখতে। মান্দোর কিন্তু রাবণের বিয়ের জন্য আজও বিখ্যাত।

Mandore
রাজস্থানের মান্দোরে একটি মন্দির, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

রামায়ণে উল্লেখ রয়েছে যে মন্দোদরী ছিলেন মায়াসুরের মেয়ে। মায়াসুর একসময় স্বর্গে উপস্থিত হলে সেখানে তাঁর হেমা নামে এক অপ্সরার সঙ্গে বিয়ে হয়।

মায়াসুর হেমাকে নিয়ে মর্তে ফিরে আসেন। হেমা ও মায়াসুরের ২ ছেলে ও ১ কন্যা। ২ ছেলে হলেন মায়াবী ও দুন্দুভি। আর ১ কন্যা হলেন মন্দোদরী।

মায়াসুর মন্দোদরীর সঙ্গে বিয়ে দেন রাবণের। কথিত আছে সীতাকে হরণ করেছেন জেনেও রাবণকে চিরদিন ভালবেসেছিলেন মন্দোদরী।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *