Categories: Kolkata

হাইকমান্ডের কাছে জবাবদিহিতে রাজি মানস

Published by
News Desk

কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী বা কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী ডাকলে তিনি দিল্লি যাবেন। তাঁদের সব বুঝিয়ে বলবেন। কি পরিস্থিতিতে তাঁর পিএসির চেয়ারম্যান পদ গ্রহণ তাও খুলে বলবেন তাঁদের কাছে। এদিন এমনই জানালেন কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া। তবে এখনও পর্যন্ত হাইকমান্ডের কারও কাছ থেকে এ সংক্রান্ত কোনও ফোন তিনি পাননি বলেই জানিয়েছেন মানসবাবু। এদিকে এদিনও মানস ভুঁইয়াকে খোঁচা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পদ আঁকড়ে থেকে মানসবাবু গোঁয়ার্তুমি করছেন বলে কটাক্ষ করেছেন তিনি।

Share
Published by
News Desk

Recent Posts