
চারিদিকে ধুধু মরু প্রান্তর। যেদিকে চোখ যায় শুধুই বালি আর বালি। বৃষ্টির একটা বিন্দুর জন্য চাতক পাখির মত অপেক্ষার শেষেও আকাশে এক টুকরো মেঘের দেখা মেলেনা। এমনই দেশ আরব আমিরশাহী। সেখানেই বৃষ্টির বারিধারাকে নিয়মিত করে তুলতে দেশের সরকার তৈরি করতে চলেছে একটি বিশাল পাহাড়! মানুষের তৈরি পাহাড়! যে পাহাড়ে জলীয় বাষ্প ধাক্কা খেয়ে উপরে উঠে মেঘ তৈরি করবে। আর তা থেকে শীতল বারিধারা ঝরঝর করে ঝরে পড়বে শুষ্ক মরুপ্রান্তরের বুকে। বিশ্বের উচ্চতম অট্টালিকা বুর্জ খলিফা বা সমুদ্রের বুকে তালগাছের মত দেখতে কৃত্রিম দ্বীপ পাম জুমেইরা-র পর এবার ‘ম্যানমেড’ পাহাড় তৈরি করে আর এক বিশালাকায় আশ্চর্যের জন্ম দিতে চলেছে এই আরব রাষ্ট্র। ইতিমধ্যেই মার্কিন বিশেষজ্ঞদের সঙ্গে এ নিয়ে আলোচনা শুরু করেছে তারা। বৃষ্টির মেঘ তৈরি করতে হলে পাহাড়ের প্রয়োজনীয় উচ্চতা ও তার ঢাল কেমন হওয়া দরকার তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। স্থানীয় একটি সংবাদপত্রে এই পাহাড় তৈরির কথা প্রকাশ পাওয়ার পরই বিশ্বজুড়ে শোরগোল পড়ে গেছে। মানুষের তৈরি এক আস্ত পাহাড় দেখার অপেক্ষায় সকলেই। এই গ্রীষ্মেই পাহাড় নির্মাণের প্রাথমিক খসড়া এমিরেটস সরকারের হাতে এসে পৌঁছবে। ফলে দুবাই ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আগামী দিনে হয়তো পর্যটকদের জন্য একটা বাড়তি আকর্ষণ অপেক্ষা করে থাকবে। মানুষের হাতে তৈরি কৃত্রিম পাহাড়।