Kolkata

সিন্ডিকেট-তোলাবাজি বরদাস্ত নয়, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

সিন্ডিকেট-তোলাবাজি নিয়ে জেরবার তৃণমূল কংগ্রেস। প্রায়দিনই বিভিন্ন জায়গায় থেকে এসব অভিযোগ আসছে। মুখ পুড়ছে তৃণমূলের। তাই সিন্ডিকেট-তোলাবাজি তিনি কোনওভাবেই বরদাস্ত করবেন না। এদিন তৃণমূলের নীতি নির্ধারণ কমিটির বৈঠকে একথা পরিস্কার করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তোলাবাজি কাণ্ডে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর মুখ্যমন্ত্রী পরিস্কার করে দিয়েছেন এসব ঘটনা সামনে এলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেইমত পুলিশ প্রশাসনকে বারবার রং না দেখে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার সেকথা দলের নেতাদের আরও একবার খোলাখুলি স্মরণ করিয়ে দিলেন তিনি। বৈঠকে মুখ্যমন্ত্রী এদিন সাফ জানিয়েছেন, সিন্ডিকেট-তোলাবাজি নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাই এ ব্যাপারে সবাই যেন সতর্ক থাকে। কারণ এসব অভিযোগ সামনে এলে কাউকে রেয়াত করা হবে না। এর মধ্যে দিয়ে দলের নিচু তলার নেতাদের কাছেও পৌঁছে তিনি তাঁর বার্তা পৌঁছে দিলেন বলে মনে করছে তৃণমূলের অন্দরমহল। অন্যদিকে জেলায় জেলায় সভাধিপতি ও সভাপতিদের মধ্যে সমন্বয়ের অভাব, বৈরিতা এসব বন্ধ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বরং সভাধিপতি ও সভাপতিদের নিজেদের মধ্যে সমন্বয় আরও বাড়িয়ে সকলকে এক ছাদের তলায় নিয়ে কাজের নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে চা বাগানে তৃণমূলের একাধিক সংগঠন রয়েছে। সেগুলিকে এক ছাতার তলায় আনতে একটি ফেডারেশন গড়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যার দায়িত্বে থাকবেন সুব্রত মুখোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায় ও দোলা সেন।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *