Kolkata

নির্বাচনের নামে কার্ফু জারি হয়েছিল, দাবি মমতার

নির্বাচনের নামে রাজ্য কার্ফু জারি করেছিল কেন্দ্র। রাজ্যের বহু মানুষ আতঙ্কে ভোট দিতে পারেননি। তৃণমূল কর্মীদের বিভিন্ন জায়গায় মারধর করা হয়েছে। তারপরও রাজ্যে বিপুল ভোটে জিতে ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার। নির্বাচনের সময়ে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর নজরদারিতে ভোট নিয়ে এদিন ফের ক্ষোভ উগড়ে দেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই নির্বাচন কমিশনের ৭ দফা নির্বাচনের ঘোষণা নিয়ে ক্ষুব্ধ ছিলেন তিনি। ক্ষুব্ধ ছিলেন কথায় কথায় পুলিশ আধিকারিকদের বদলি নিয়ে কমিশনের নির্দেশে। ভোট শেষ হওয়ার পরও যে সেই ক্ষোভ তিনি ভুলতে পারছেন না তা এদিন ২১শে জুলাইয়ের মঞ্চ থেকেই পরিস্কার করে দিলেন মমতা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button