Kolkata

সুজিত বসুর পর এবার ফিরহাদ হাকিমকেও কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

সুজিত বসুকে আগেই বলে এসেছেন যে কথা, প্রায় সেই একই কথা এবার ফিরহাদ হাকিমকেও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। সতর্ক করলেন তাঁকেও।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তাঁর দলের অন্যতম স্তম্ভদেরও ছেড়ে কথা বলবেন না তা সকলের সামনে বুঝিয়ে দিলেন। গত বৃহস্পতিবার থেকে পুজোর উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী। প্রথম দিনে ৩টি পুজোর উদ্বোধনের মধ্যে ছিল তাঁর মন্ত্রিসভার অন্যতম মুখ সুজিত বসুর পুজো বলে পরিচিত শ্রীভূমির পুজোও।

সেখানে পুজোর উদ্বোধন সেরে মুখ্যমন্ত্রী সুজিত বসুকে পরিস্কার জানিয়ে আসেন তাঁর পুজোর ভিড়ে যেন রাস্তা না বন্ধ হয়। ভিড় কীভাবে সামাল দেওয়া হবে তা ভাবতে হবে সুজিতবাবুকেই।

মহালয়ার দিন দক্ষিণের অন্যতম পুজো চেতলা অগ্রণীর উদ্বোধনে গিয়ে প্রায় একই কথা এবার ফিরহাদ হাকিমকেও জানিয়ে এলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি প্রথমেই গিয়ে বেশ কয়েক বছর ধরে চলে আসা পরম্পরা মেনে প্রথমে চেতলা অগ্রণীর প্রতিমার চোখ আঁকেন।

তারপর বক্তব্য রাখতে গিয়ে জানান, কোনওভাবেই যেন চেতলা অগ্রণীর পুজোর ভিড়ের কারণে রাস্তা না আটকে যায়। ভিড় সামাল দেওয়া যে পুজো উদ্যোক্তাদের দায়িত্ব তা এদিন ফের একবার মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। এটাও বুঝিয়ে দেন কোনওভাবেই তিনি এবার পুজোয় কোনও একটি পুজোর জন্য রাস্তা আটকে যাওয়া বরদাস্ত করবেননা।

চেতলা অগ্রণীর পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন বেশ কিছু পুজোর উদ্বোধন করেন ভার্চুয়ালি। সব মিলিয়ে গত বৃহস্পতিবার থেকেই উদ্বোধনের হাত ধরে শহরে পুজোর আমেজের পারদ ক্রমশ চড়ছে।

ইতিমধ্যেই শ্রীভূমিতে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। সোমবার থেকে আরও পুজোর উদ্বোধনের সঙ্গে সঙ্গে পুজোর উন্মাদনাও চড়বে বলে মনে করা হচ্ছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *