Kolkata

আমেরিকায় চাকরি গেলে রাজ্য সরকার আছে, আশ্বাস মমতার

২১শে-র মঞ্চ থেকে রাজ্যের বেকার যুবক যুবতীদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, সকলকে চাকরি দেওয়া রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়। তবে তাঁরা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারেন, স্বাবলম্বি হতে পারেন সেজন্য তাঁদের স্বনি‌যুক্তি ও ব্যবসার রাস্তায় হাঁটার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে রাজ্য সরকার তাঁদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে নয়া ফতোয়া জারি হলে রাজ্যের অনেক মেধাবী ছেলেমেয়ে সেখানে চাকরি হারাতে পারেন। এই আশঙ্কায় ‌যাঁরা ভুগছেন তাঁদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন এজন্য একটি বিশেষ সেল গড়বে রাজ্য সরকার। এইসব মেধাবী ছেলেমেয়েরা যাতে রাজ্যে ফিরে কাজ করতে পারেন সে বিষয়টি দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button