Kolkata

করোনায় মৃত মুখ্যমন্ত্রীর ভাই, পরিবারে শোকের ছায়া

করোনা কেড়ে নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের জীবন। শনিবার সকালে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। খবর আসতেই পরিবারে শোকের ছায়া।

করোনার দ্বিতীয় ঢেউ বহু পরিবারে শোকের ছায়া নামিয়ে আনছে। পরিবারের এক বা একাধিক সদস্যও করোনায় প্রাণ হারাচ্ছেন। সেই তালিকায় এবার যুক্ত হল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারও।

শনিবার সকালে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় মুখ্যমন্ত্রীর মেজ ভাই অসীম বন্দ্যোপাধ্যায়ের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

শনিবার বিকেলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। যেহেতু কোভিডে মৃত্যু তাই যাবতীয় কোভিড প্রটোকল মেনেই হবে শেষকৃত্য।

পাড়ায় যথেষ্ট পরিচিত ছিলেন অসীমবাবু। প্রায় ১ মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হল না।

শনিবার তাঁর মৃত্যুর খবর পরিবারে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। এভাবে পরিবারের সদস্যকে হারিয়ে সকলেই ভেঙে পড়েন।

রাজ্যে গত একদিনে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি কলকাতা ও উত্তর ২৪ পরগনার। খতিয়ান বলছে এই ২ জেলা মিলিয়ে রাজ্যের ৫০ শতাংশের ওপর করোনা রোগী রয়েছেন।

করোনায় মৃত্যুও এই ২ জেলাতেই সবচেয়ে বেশি। রাজ্যে এখন প্রতিদিনই সংক্রমিতের সংখ্যা একটু একটু করে বাড়ছে। শনিবার পরিস্থিতি সামাল দিতে প্রায় লকডাউন ঘোষণা করেছে রাজ্যসরকার।

Show More