২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে বুধবার থেকেই শহরে আসতে শুরু করলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। দূর থেকে যাঁরা আসছেন তাঁদের অধিকাংশেরই এদিন কলকাতায় চলে আসার কথা। বিশেষত উত্তরবঙ্গ থেকে হাজার হাজার তৃণমূল কর্মী, সমর্থকেরা এদিন সকাল থেকে বিভিন্ন ট্রেনে কলকাতায় আসতে শুরু করেন। এঁদের থাকার বন্দোবস্ত হয়েছে যুবভারতীতে। সকলের জন্য বুধবার সকাল থেকেই ছিল খাওয়া দাওয়ার বন্দোবস্ত। ছিল বিশ্রাম নেওয়ার ব্যবস্থাও। তৃণমূল বিধায়ক সুজিত বসুর কাঁধেই রয়েছে সবকিছু বন্দোবস্ত করার দায়িত্ব। কেউ অসুস্থ হলে যাতে তৎক্ষণাৎ চিকিৎসক পান তারও ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভামঞ্চ বাঁধার কাজও প্রায় শেষ। সুরক্ষা ব্যবস্থায় কোনও ত্রুটি রাখতে চাইছে না পুলিশ। সভামঞ্চ সংলগ্ন এলাকা সিসিটিভি নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে। স্নিফার ডগ দিয়ে গোটা সভা এলাকা রেইকি করা হয়েছে। দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, হাওড়া, শিয়ালদহ সহ যে ৫টি রুট ধরে মিছিল ধর্মতলায় পৌঁছবে সেখানেও রাস্তায় নজরদারির বন্দোবস্ত। থাকছে সাদা পোশাকের পুলিশ। এদিকে ২১ জুলাই মানেই শহরবাসী প্রমাদ গোনেন। রাস্তায় যানবাহন পাওয়া যাবে না, যানজটে আটকাতে হবে, এমন বেশ কিছু ধারণা বদ্ধমূল হয়ে গেছে। এবার যাতে যান চলাচল স্বাভাবিক রাখা হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে পুলিশকে।
Read Next
September 9, 2024
মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিতে হবে, জুনিয়র ডাক্তারদের নির্দেশ সুপ্রিম কোর্টের
September 9, 2024
শক্ত চোয়াল, দৃঢ় কণ্ঠ, হাতে মশাল, সুবিচারের দাবিতে ফের রাত দখল
September 3, 2024
সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেফতার করার পর বড় পদক্ষেপ অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের
August 28, 2024
ধর্ষণ হলে ফাঁসির শাস্তির বিল আনার উদ্যোগ মুখ্যমন্ত্রীর, অন্য বার্তা চিকিৎসকদেরও
Related Articles
Leave a Reply