Kolkata

করোনা মোকাবিলায় আরও অর্থের প্রয়োজন, প্রধানমন্ত্রীকে জানালেন মুখ্যমন্ত্রী

সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে রাজ্যের করোনা পরিস্থিতি সম্বন্ধে জানান মুখ্যমন্ত্রী।

কলকাতা : রাজ্যে এখন প্রতিদিন ১৬ হাজার নমুনা পরীক্ষা হচ্ছে। সুস্থতার হার ৬৪ শতাংশের ওপর। রাজ্যে এখন ৮১টি ল্যাব করোনা পরীক্ষা করছে। আরও ল্যাব বাড়ানো দরকার। সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একথা জানালেন। মুখ্যমন্ত্রী জানান, করোনার সঙ্গে লড়াই চালাতে রাজ্যের আরও অর্থের প্রয়োজন।

মুখ্যমন্ত্রী এদিন করোনা মোকাবিলায় রাজ্যগুলিকে সাহায্যের জন্য আলাদা একটি তহবিল গড়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। করোনা মোকাবিলায় রাজ্যের আরও টাকার দরকার বলেও জানান। করোনার পাশাপাশি আম্ফান মোকাবিলায় কেন্দ্রের কাছ থেকে ১ হাজার কোটি টাকা মিললেও রাজ্য সরকার ৫ হাজার কোটি টাকা চেয়েছিল। তা তাঁরা পাননি বলেও প্রধানমন্ত্রীকে জানান মুখ্যমন্ত্রী।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

জিএসটি থেকে বকেয়া টাকাও রাজ্য সরকার হাতে পায়নি বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এদিন আরও একটি বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি ইউজিসি জানিয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে বার্ষিক পরীক্ষা আবশ্যিক। মুখ্যমন্ত্রী এদিন বলেন, করোনা যে পরিস্থিতিতে রয়েছে তাতে পরীক্ষা কী সত্যিই নেওয়া সম্ভব? সে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *