Kolkata

পাখির চোখ পঞ্চায়েত

Mamata Banerjee২০১৮-তে পঞ্চায়েত নির্বাচন। হাতে আর মাত্র ২ বছর সময়। তাই এখন থেকেই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর প্রথম কর্মী সম্মেলনে সেকথা স্পষ্টও করে দিলেন তিনি। বিপুল ভোটে জিতে সবে ক্ষমতায় এসেছে তৃণমূল। রাজ্যবাসীর এই ভোটব্যাঙ্ককে উন্নয়ন দিয়ে ধরে রাখতে চাইছেন তিনি। তাই স্থানীয় সমস্যার দিকে নজর রাখা, সেগুলির দ্রুত সমাধানের ব্যবস্থা করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন মমতা। উন্নয়নকে তৃণমূল স্তর পর্যন্ত নিয়ে যাওয়া এবং দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে এলাকার নেতা, সকলকেই মানুষের সঙ্গে সংযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। রাজ্যস্তরে নীতি নির্ধারণ কমিটি গড়ে তাদের প্রতি মাসের প্রথম শনিবার বৈঠকে বসার নির্দেশ দিয়েছেন মমতা। সেইসঙ্গে জেলায় জেলায় কমিটি গড়ে তাদের প্রতি মাসের শেষ শনিবার একসঙ্গে বসে এলাকার উন্নয়ন, সমস্যা নিয়ে আলোচনার নির্দেশ দিয়েছেন তিনি। জনসংযোগ বাড়াতে বিধায়কদেরও প্রতি মাসে একদিন করে এলাকায় সভা করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার হলে এলাকায় পাল্টা প্রচারেরও নির্দেশ দেন তিনি।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *