দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম টাস্ক ফোর্সের বৈঠকে মূল্যবৃদ্ধিতে লাগাম দিতে একগুচ্ছ পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে এই বৈঠকে হাজির ছিলেন সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীরা, পুলিশ, ব্যবসায়ী সংগঠনের নেতা ও আমলারা। সেখানেই মুখ্যমন্ত্রী আলুর দাম ১৪ টাকা কেজিতে বাঁধার নির্দেশ দিয়েছেন। শুধু আলু বলে নয়, সব জিনিসেরই মূল্যবৃদ্ধিতে লাগাম দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। খুচরো ও হোলসেল বাজারের দামের এতটা ফারাক কেন তা এদিন জানতে চান তিনি। এই ফারাক অবিলম্বে কিভাবে কমানো যায় তা খতিয়ে দেখার জন্য টাস্ক ফোর্সকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে রাজ্যে চিনি উৎপাদন বাড়ানোর ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন তিনি। রাজ্যে যেসব জমিতে আখের চাষ হওয়া সম্ভব সেগুলি চিহ্নিত করে সেখানে আখ চাষের উদ্যোগ নিতে বলেছেন মমতা। রাজ্যে ডাল চাষ বাড়ানোর ওপরও এদিন জোর দেন মুখ্যমন্ত্রী। সারা রাজ্য ঘুরে ডাল চাষের উপযুক্ত জমি খোঁজার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া এদিনের বৈঠকে রাজ্যে আলু চাষ আরও বাড়ানোরও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি নিয়েও এদিন মুখ খোলেন মমতা। রাজ্যের বিভিন্ন কোণায় রাজ্য সরকারের ভেড়ি ছড়িয়ে আছে। সেগুলি অধিকাংশই ইজারা দেওয়া আছে। সেখান থেকে প্রাপ্য অর্থ রাজ্য সরকারের কোষাগারে জমা পড়ছে কিনা সে ব্যাপারেও খোঁজখবর নেন তিনি। যে সব ভেড়ির টাকা পড়ে আছে সেগুলি কেন এখনও পাওয়া যায়নি তাও জানতে চান মুখ্যমন্ত্রী। রমজান মাস চলছে। এই সময়ে বিশেষত মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যে ফলের চাহিদা থাকে। তাই বাজারে ফলের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সংশ্লিষ্ট মহলকে নির্দেশ দেন মমতা।