Kolkata

সুপ্রিম কোর্টের রায় নৈতিক জয়, বললেন মুখ্যমন্ত্রী

ধর্নামঞ্চেই এসে পৌঁছয় সুপ্রিম কোর্টের নির্দেশের কথা। পুরোটা জানার পর ধর্নামঞ্চ থেকেই সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন দেশের শীর্ষ আদালতের রায় দেশের মানুষের, রাজ্যের মানুষের নৈতিক জয়। তিনি দাবি করেন, কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার সিবিআইকে ৫ বার চিঠি পাঠিয়ে একটি পারস্পরিক পছন্দের জায়গায় তাঁদের মুখোমুখি হতে চান। কিন্তু সিবিআই সেই ডাকে সাড়া দেয়নি। রাজীব কুমার সিবিআইয়ের সামনে বসতে চেয়েছিলেন। এদিনের সুপ্রিম নির্দেশকে স্বাগত জানান তিনি। মুখ্যমন্ত্রী এও জানান, সিবিআইয়ের তদন্তে তিনি সহযোগিতা করবেন না, তা কলকাতার পুলিশ কমিশনার একবারও বলেননি।

এদিন মুখ্যমন্ত্রী ফের দাবি করেন, চিটফান্ডকাণ্ড তাঁর সময়ে হয়নি। হয়েছে বাম সরকারের আমলে। তাঁরা কিছুই করেননি। বরং তাঁর সময়ে তদন্ত শুরু হয়। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না বলে যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তাতে তাঁরা খুশি। মমতা জানান, বিচার ব্যবস্থার ওপর তাঁর পূর্ণ আস্থা আছে। সিবিআই আধিকারিকদের ওপরও তাঁর কোনও রাগ নেই।


Supreme Court of India
ফাইল ছবি

তবে কী তিনি এবার তাঁর ধর্না অবস্থান কর্মসূচি থেকে সরে আসবেন? এ প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান তিনি এ বিষয়ে একা সিদ্ধান্ত নেবেননা। অন্যান্য বিরোধী নেতাদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিরোধী নেতারা তাঁর এই লড়াইয়ে তাঁর পাশে থাকার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁদের সঙ্গে কথা না বলে তিনি কোনও সিদ্ধান্ত নেবেননা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button