Kolkata

দক্ষিণেশ্বরে স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বহুকাঙ্ক্ষিত দক্ষিণেশ্বর স্কাইওয়াকের উদ্বোধন হল কালীপুজোর ঠিক আগের দিন। এদিন বিকেলে এই স্কাইওয়াকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার কালীপুজো। ওইদিন থেকেই সাধারণের জন্য খুলে যাবে স্কাইওয়াকের দরজা।

স্কাইওয়াকটি তৈরি হয়েছে দক্ষিণেশ্বর স্টেশন থেকে মন্দির পর্যন্ত। স্টেশন থেকে মন্দির পর্যন্ত পৌঁছতে অপরিসর রাস্তায় যানবাহন, মানুষের ভিড়ে নাজেহাল হতে হয় ভক্তদের। সেই সমস্যা থেকে মুক্তি পেলেন তাঁরা। স্কাইওয়াক দৈর্ঘ্য ৩৪০ মিটার। চওড়ায় এটি ১০ মিটার। মোট ১৪টি চলমান সিঁড়ির বন্দোবস্ত থাকছে। থাকছে ৪টি লিফটও। এছাড়া নিচের থেকে সব দোকানকে তুলে নিয়ে এই স্কাইওয়াকে জায়গা দেওয়া হচ্ছে। ফলে এখান থেকে প্রয়োজনে কেনাকাটাও করতে পারবেন ভক্তরা।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

প্রায় ৩ বছরের চেষ্টায় এই স্কাইওয়াকটি নির্মাণ করা সম্ভব হয়েছে। এদিন উদ্বোধনে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ সৌগত রায়, সাংসদ শান্তনু সেন সহ আরও অনেকে। ছিলেন দক্ষিণেশ্বরের অছি পরিষদের প্রধান কুশল চৌধুরী।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *