Kolkata

১ টাকার জমিতে হাইকোর্টের নতুন ভবনের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা হাইকোর্টের একটি নতুন ভবনের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন বাড়ছে মামলা। বাড়ছে আইনজীবীর সংখ্যা। ফলে দরকার পড়ছে পরিকাঠামোর। সেই পরিকাঠামোর প্রয়োজনীয়তা তাঁর নজর এড়ায়নি বলে এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, তিনি চাইছিলেন এই প্রয়োজনীয়তাটা প্রস্তাব আকারে হাইকোর্টের দিক থেকে আসুক। এরপর হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে কথা প্রসঙ্গে বিষয়টি সামনে আসতে তৎক্ষণাৎ তিনি ব্যবস্থা নেন। মাত্র আধ ঘণ্টার উদ্যোগে স্থির হয় জমি। হিডকো এই জমি চিহ্নিত করার পর কলকাতা হাইকোর্ট তা দেখে রাজি হওয়ার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে মাত্র ১ টাকার বিনিময়ে কলকাতা হাইকোর্টকে ওই জমি বিক্রি করে হিডকো। সেই জমিতে হাইকোর্টের নতুন ভবন নির্মাণের শিলান্যাস হল এদিন।

কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক গুরুত্ব মনে করাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই হাইকোর্ট দেশের সর্বপ্রাচীন হাইকোর্ট। এখানে বহু প্রথিতযশা মানুষ বিচারপতি বা আইনজীবী হিসাবে কাজ করে গেছেন। আগামী দিনেও সেই ঐতিহ্য ও ধারাকে ধরে রাখার জন্য নতুন প্রজন্মের কাছে আহ্বান জানান মুখ্যমন্ত্রী।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *