Kolkata

অসুস্থ বাজপেয়ীজি, দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Published by
News Desk

তড়িঘড়ি দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে গত বুধবার। সেই কারণে বৃহস্পতিবার সকালেই মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নেন বলে দলীয় সূত্রে খবর।

স্বাধীনতা দিবসের দিন প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছুটে যান দিল্লি এইমসে। রাতে বাজপেয়ীজির অবস্থার আরও অবনতি হওয়ায় রাজনৈতিক মহলের অনেকেই উদ্বিগ্ন তাঁর জন্য। উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বৃহস্পতিবার বেলার দিকে তিনি দিল্লির উদ্দেশে রওনা দেবেন।

Share
Published by
News Desk

Recent Posts