Kolkata

অন্তর্ঘাত খুঁজতে ৮ সদস্যের কমিটি

Mamata Banerjeeযে আসনগুলি পাওয়া প্রায় নিশ্চিত বলে ধরে নিয়েছিল দল, সেখানে কাদের জন্য হারতে হল তৃণমূল প্রার্থীদের? কাদের অন্তর্ঘাতে এই পরিণতি হল তাদের? এই প্রশ্ন তুলে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কালীঘাটে নিজের বাসভবনে দলের নবনির্বাচিত বিধায়ক ও সাংসদদের নিয়ে বৈঠক করেন মমতা। সূত্রের খবর, সেখানেই অন্তর্ঘাতের প্রশ্ন তোলেন তিনি। অন্তর্ঘাত কারা করল তা খতিয়ে দেখার জন্য ৮ সদস্যের কমিটি গঠন করেছেন তৃণমূলনেত্রী। কমিটিতে রয়েছেন সুব্রত বক্সি, মুকুল রায়, পার্থ চট্টোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাসের মত তাবড় তৃণমূল নেতারা। এদিকে রাজারহাট নিউটাউন এলাকায় সিন্ডিকেট ঘিরে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও বিধায়ক সব্যসাচী দত্তের ঝগড়া মেটানোর জন্য ২ জনকেই নির্দেশ দিয়েছেন মমতা। বুধবার সকালে কাকলির এক অনুগামীর বাড়ি লক্ষ করে সব্যসাচীর অনুগামীরা গুলি চালায় বলে অভিযোগ সামনে আসার পর বিষয়টি এদিন কার্যতই প্রাসঙ্গিক হয়ে পড়ে। এভাবে চলতে থাকলে দুজনের বিরুদ্ধেই কড়া পদক্ষেপের সতর্কবার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *