
এটা হিমশৈলের চূড়া মাত্র। এই ব্যাঙ্ক দুর্নীতি নোট বাতিলের সময়েই হয়েছে। বিরাট আর্থিক কেলেঙ্কারি হয়েছে সেইসময়ে। অনেক ব্যাঙ্ক এই কাণ্ডে জড়িত। সম্পূর্ণ সত্য সামনে আসা উচিত। রবিবার ট্যুইট করে এভাবেই পিএনবি কাণ্ডে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিএনবি কাণ্ডে তাঁর নিশানা যে মোদী সরকারের দিকে তা পরিস্কার।
এদিন পিএনবি কাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি। প্রশ্ন তুলেছেন নোট বাতিলের সময়ে বেশ কয়েকজন ব্যাঙ্ক আধিকারিকের রদবদল নিয়েও। কেন তাঁদের পরিবর্তন করা হল? কাদের নির্দেশে হল, তা জানতে চেয়েছেন তিনি। পিএনবি কাণ্ডকে হাতিয়ার করে যে তিনি আগামী দিনেও সরব হবেন, তা এদিন মুখ্যমন্ত্রীর ট্যুইট বার্তা থেকেই পরিস্কার।













