Kolkata

দলীয় নেতৃত্বকে ধমক-নির্দেশ, ঘর গোছাতে বৈঠক মমতার

আর ৩-৪ মাসের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন। তাই মঙ্গলবার দলের বর্ধিত কোর কমিটির বৈঠকে সব বিভেদ ভুলে ঘর গোছানোর বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরে হওয়া এই বৈঠকে বিধায়ক থেকে শুরু করে জেলা স্তরের নেতৃত্ব, সকলেই হাজির ছিলেন। সংবাদমাধ্যমের সামনেই এদিন দলের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন মমতা। বারবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী, ক্যানিং ও ভাঙরে ঘুরে ফিরে অশান্তির ঘটনা সংবাদের শিরোনামে আসা যে তিনি মেনে নিতে পারছেন না তা স্পষ্ট করে দেন জেলা নেতৃত্বের কাছে। অবিলম্বে এসব অশান্তি বন্ধ না হলে যে তিনি নেতৃত্ব বদল করে দেবেন তাও জানিয়ে দেন মমতা।

দলের শ্রমিক সংগঠনের বেশ কিছু কাজকর্মেও যে তিনি অখুশি তাও এদিন চেপে রাখেননি মমতা। সাফ জানিয়ে দিয়েছেন কোনওভাবেই শ্রমিক সংগঠনের নামে বন্‌ধ তিনি বরদাস্ত করবেন না। কারও একার কথায় তৃণমূল শ্রমিক সংগঠন চলবে না বলেও স্পষ্ট করে দেন তিনি।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করেই যে এদিনের বৈঠক তাও তৃণমূলনেত্রীর বিভিন্ন বক্তব্য থেকে পরিস্কার। এদিন দলের জন্য বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জেলা, ব্লক বা পঞ্চায়েত স্তরে দলীয় নেতৃত্ব কী কী ধরণের কর্মসূচি পালন করবেন তাও জানিয়ে দিয়েছেন মমতা। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনওভাবে মাইক বাজিয়ে কোনও দলীয় কর্মসূচি পালন করতে নিষেধ করেছেন তিনি। বরং সেই সময়ে দলীয় নেতৃত্বকে ঘরে বসে মিটিং, বুথ কনফারেন্স করার পরামর্শ দিয়েছেন তৃণমূলনেত্রী। এছাড়া ৮ মার্চ পর্যন্ত প্রতি শনি ও রবিবার দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধির মত ইস্যুগুলিকে সামনে রেখে প্রতিবাদ কর্মসূচি, মিছিল, মিটিং করার নির্দেশ দিয়েছেন মমতা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *