Kolkata

পাহাড়ে অশান্তি গভীর ষড়যন্ত্রের ফল, একদিনে এত অস্ত্র মজুত হয়নি, দাবি মুখ্যমন্ত্রীর

শনিবার পাহাড়ে যা ঘটল তা এক গভীর ষড়যন্ত্র। এত অস্ত্র, বোমা একদিনে জমা হয়নি। বহুদিন ধরে ধীরে ধীরে জমা করা হয়েছে। রয়েছে বাইরে থেকে মদতও। এদিন এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী। এর পিছনে জঙ্গি যোগ নিয়েও সন্দেহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও এসবকে উৎসাহ না দিতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী পুলিশের গুলি চালনার কথা অস্বীকার করে দাবি করেন, মোর্চা এদিন প্রথম গুলি চালাতে শুরু করে। এসব যে কোনও মতেই তাঁর সরকার বরদাস্ত করবে না তাও এদিন স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। তাঁর আরও দাবি, পাহাড় একদিন শান্ত হবেই। দোষীরাও শাস্তি পাবে। তবে তিনি বেঁচে থাকতে পশ্চিমবঙ্গকে টুকরো হতে দেবেন না। বন্‌ধের রাস্তা থেকে সরে এলে মোর্চার সঙ্গে আলোচনার আহ্বানও জানান মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রীর আলোচনার আহ্বানকে নস্যাৎ করে মোর্চার তরফে জানানো হয়, রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনার মধ্যেই তারা যাবে না। তারা কেবল কেন্দ্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত। এদিকে পাহাড়ে এদিনের তাণ্ডবকে মুখ্যমন্ত্রী গভীর ষড়যন্ত্র বলে দাবি করলেও তা নিয়ে কার্যত মস্করা করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। মুখ্যমন্ত্রী সবেতেই ষড়যন্ত্র দেখেন বলে কটাক্ষ করেন তিনি।

 


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *