State

আগুন লাগিয়ে রেহাই মিলবে না : মুখ্যমন্ত্রী

এক জায়গায় আগুন লাগিয়ে কেউ রেহাই পাবে না। অনেক হয়েছে, আর বরদাস্ত নয়। আইন আইনের পথে চলবে। পাহাড়ে অশান্তি যে তাঁর সরকার বরদাস্ত করবে না তা এদিন স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড় পরিস্থিতি নিয়ে এদিন রিচমণ্ড হিলে উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পাহাড়ের আইনশৃঙ্খলা রক্ষার জন্য ৩ জন আইপিএসকে নিয়ে একটি কমিটি গড়েছেন তিনি। কমিটিতে রয়েছেন জাভেদ শামিম, সিদ্ধিনাথ গুপ্তা এবং অজয় নন্দা। এছাড়া জিটিএ-র যাবতীয় হিসাবপত্রও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। শুক্রবার থেকেই এই অডিটের কাজ শুরু হয়েছে। আগামী ২ সপ্তাহের মধ্যেই এ বিষয়ে রিপোর্ট পেশ করতে হবে। ফলে মোর্চার জঙ্গি আন্দোলন যে মুখ্যমন্ত্রী কোনওভাবেই মেনে নিচ্ছেন না এদিন বেশ পরিস্কার করেই বুঝিয়ে দিয়েছেন তিনি।

 


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *