
তাঁর দলের সকলকে তুলে নিয়ে গেলেও কিছু যায় আসে না। একজন গেলে তিনি একশো জনের জন্ম দেবেন। কিন্তু ভয় পাবেন না। এদিন একথা সাফ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআই দিয়ে তাঁর দলের একের পর এক নেতাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। নোট বাতিল নিয়ে কথা বলাতেই এই খাঁড়া নেমে আসছে বলে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন সিবিআই দিয়ে তাঁর দলের নেতাদের একের পর এক তুলে নিয়ে গেলেই যে দল শেষ হয়ে যাবে তা নয়। বরং ১ জনকে তুললে আরও ১০০ জন নেতা তৈরি করে নেবেন তিনি।













