
প্রতিহিংসার রাজনীতি করছে কেন্দ্র। দেশে সন্ত্রাস চলছে। তাঁর দলের কাকে গ্রেফতার করা হবে তা আগে থেকেই ঠিক হয়ে আছে। এ নিয়ে প্রধানমন্ত্রীর দফতর ও বিজেপি দফতর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তার প্রামাণ্য কাগজ তাঁর হাতে আছে। যেদিন দরকার মনে করবেন তিনি তা ফাঁস করে দেবেন। রোজভ্যালি কাণ্ডে তৃণমূল সাংসদ তাপস পালকে সিবিআই গ্রেফতারের পর প্রতিক্রিয়ায় একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ক্ষুব্ধ মমতা বলেন, তাঁর দলের সকলকে গ্রেফতার করতে পারে। তাতে তাঁর কিছু যায় আসে না। চাইলে তাঁকেও গ্রেফতার করতে পারে। কিছুদিন বিশ্রাম পাবেন। বই লেখার সময় পাবেন। কিন্তু নোট বাতিল নিয়ে তাঁদের আন্দোলন থেমে থাকবেনা। দলের সাংসদদের গ্রেফতার করে ভয় দেখিয়ে তা থামানো যাবে না। এদিন একথা ফের একবার পরিস্কার করে দেন মুখ্যমন্ত্রী। কিভাবে রোজভ্যালির একটা চ্যানেল বা অদ্রিজা নামক স্বর্ণালঙ্কার বিপণি এখনও চলছে তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। পাশাপাশি তাঁর দাবি, রোজভ্যালির কাছ থেকে সুবিধা নিয়েছে বিজেপিও। বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় বা রূপা গঙ্গোপাধ্যায় রোজভ্যালির হোটেলে আতিথেয়তা পেয়েছেন বলেও এদিন সরকারি দাবি করেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।













