World

বিয়ে করলেন মালালা ইউসুফজাই, পাকিস্তান থেকেও উপচে পড়ল শুভেচ্ছা

বিয়েটা সেরে ফেললেন বিশ্বের সবচেয়ে কমবয়সী নোবেল পুরস্কার প্রাপক মালালা ইউসুফজাই। কিছুটা অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যেই এই বিয়ে সারেন তিনি।

বিয়ে করলেন মালালা ইউসুফজাই। এজার মালিক নামে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক আধিকারিককে বিয়ে করলেন বিশ্বের কনিষ্ঠতম নোবেল পুরস্কার প্রাপক। ইংল্যান্ডের বার্মিংহামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যেই বিয়ে সারেন তাঁরা।

বিয়ের পর তাঁর বিয়ের ছবি সোশ্যাল সাইটে আপলোড করেন বছর ২৪-এর মালালা। সঙ্গে লেখেন এটা তাঁর জীবনের একটি মূল্যবান দিন।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

এজার এবং তিনি সারা জীবনের জন্য গাঁটছড়া বাঁধলেন। কেবল পরিবারের কয়েকজনের সঙ্গেই যে তিনি বার্মিংহামে তাঁর বাড়িতে বিয়েটা সারেন সেকথাও জানান নোবেল শান্তি পুরস্কারজয়ী।

মালালার বিয়ের খবর জানতে পেরেই উপচে পড়তে থাকে শুভেচ্ছা। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফরা শুভেচ্ছা জানান।

২০১২ সালে যখন মালালা ইউসুফজাইয়ের বয়স মাত্র ১৫ বছর তখন মেয়েদের শিক্ষার পক্ষে সওয়াল করে তালিবানের মুখোমুখি হন এই পাকিস্তানি কন্যা।

সেসময় মালালাকে উচিত শিক্ষা দিতে তালিবান তাঁর মাথায় গুলি করে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ার পর তাঁর প্রাথমিক চিকিৎসা শুরু হয় পাকিস্তানেই।

কিন্তু সেখানে তাঁকে বাঁচানো যাবে না বুঝে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে কিশোরী মালালাকে আশঙ্কাজনক অবস্থায় ব্রিটেনে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের রাতদিন এক করা লড়াইয়ে আসে জয়। মৃত্যুকে হারিয়ে দেন কিশোরী মালালা।

তালিবান হুমকি দেয় পাকিস্তানে ফিরলে তাঁকে ফের তারা গুলি করবে। পাকিস্তানে ফেরেননি মালালা। থেকে যান ব্রিটেনেই। বরং তাঁর পরিবারও তাঁর সঙ্গে ব্রিটেনেই চলে আসে।

সেখানে সরকার মালালাকে সবরকম সাহায্য দেয়। ব্রিটেনেই পড়াশোনা সারেন তিনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতি নিয়ে পড়াশোনা করে স্নাতক হন মালালা ইউসুফজাই।

এদিকে ১৭ বছর বয়সেই তিনি পেয়ে যান নোবেল শান্তি পুরস্কার। বিশ্বের কনিষ্ঠতম নোবেল পুরস্কার প্রাপক হন মালালা ইউসুফজাই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *