World

বিমানে লুকিয়ে ধূমপান করলেন দম্পতি, সাড়ে ১৭ ঘণ্টা আটকে রইলেন অন্য যাত্রীরা

বিমানের বাথরুমে এক দম্পতি ধূমপান করছিলেন। লুকিয়ে ধূমপান করলেও তাঁরা ধরা পড়ে যান। যার জেরে অন্য যাত্রীদের ভুগতে হল ১৭ ঘণ্টা।

বিমানে কোনও যাত্রী যদি নিয়ম ভেঙে কিছু করেন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হয়। এক্ষেত্রেও তাই হয়েছিল। কিন্তু তার জের ভুগতে হল বিমানের সব যাত্রীকে। ১৭ ঘণ্টা ঠায় বসে থাকতে হল তাঁদের।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী টিইউআই এয়ারওয়েজের বিমানটি মেক্সিকোর কানকুন থেকে যাত্রীদের নিয়ে ওড়ে। বিমানটির লন্ডন যাওয়ার কথা। আকাশে ওঠার কিছু পরেই বিমানকর্মীরা বুঝতে পারেন বিমানের বাথরুমে এক দম্পতি ধূমপান করছেন। যা একেবারেই নিয়ম বিরুদ্ধ।

এদিকে এই ধূমপানের কথা শোনার পর বিমানটিকে লন্ডন নিয়ে না গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যের একটি বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। স্থানীয় সময় রাত সাড়ে ৯টা নাগাদ অবতরণের পর ওই দম্পতিকে পাকড়াও করে নিয়ে যাওয়া হয়।

বিমানের অন্য যাত্রীদের আশ্বস্ত করা হয় কিছুক্ষণের মধ্যেই বিমান ছাড়বে। কিন্তু তারপর কেটে যায় ৫ ঘণ্টা। ঠায় এক জায়গায় বসে থাকেন যাত্রীরা। সারাক্ষণই ভাবছিলেন এই কাগজপত্রের কাজ শেষ হবে। আর বিমানটি আকাশে উড়বে। কিন্তু এমনটা হয়নি।

ঘণ্টা ৫ বসে থাকার পর আরও খারাপ খবর আসে যাত্রীদের কাছে। তাঁরা জানতে পারেন ওই বিমানে কর্মরত কর্মীরা জানিয়ে দিয়েছেন, তাঁদের ডিউটির সময় শেষ হয়েছে। তাই তাঁরা আর কাজ করবেননা।

এই অবস্থায় ওই বিমান যেমন ছিল তেমনই দাঁড় করিয়ে অন্য একটি বিমান লন্ডন থেকে উড়িয়ে আনা হয় যাত্রীদের তুলে নিয়ে যাওয়ার জন্য। এত কিছুতে কেটে যায় সাড়ে ১৭ ঘণ্টা। এই সাড়ে ১৭ ঘণ্টা এক জায়গায় বসে থাকার পর অবশেষে যাত্রীরা লন্ডনের উদ্দেশে রওনা দেন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *