Kolkata
মহাশ্বেতা দেবীর শেষকৃত্যে অগণিত মানুষের ঢল

শুক্রবার সকাল ১০টা নাগাদ প্রয়াত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর মরদেহ আনা হয় রবীন্দ্র সদনে। সেখানে তখন অগণিত মানুষের ঢল নেমেছে। শেষবারের মত প্রিয় লেখিকাকে, পছন্দের প্রতিবাদীকে শেষ দেখা দেখতে, শেষ শ্রদ্ধা জানাতে তাঁরা একে একে এগিয়ে আসেন। এদিন শুধু পাঠক-অনুরাগীই নন, মহাশ্বেতা দেবীকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন রাজনীতিবিদ থেকে সাহিত্য জগতের মানুষজন সকলেই। আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রবীন্দ্র সদনেই রাখা ছিল দেহ। তারপর দেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে।
মহাশ্বেতাদেবীর শেষযাত্রায় অগণিত মানুষ কেওড়াতলা পর্যন্ত পা মেলান। ছিলেন মুখ্যমন্ত্রীও। সেখানেই গান স্যালুটের মধ্যে দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় মহাশ্বেতা দেবীকে শেষ বিদায় জানান হয়। এরপর কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।