Entertainment

বেজিংয়ে সোনা জিতে ভারতের মুখ উজ্জ্বল করলেন বাংলার মাধবরঞ্জন

বিশ্বের অন্যতম বৃহৎ হারমোনিকা প্রতিযোগিতার আসর বসেছে, আর তাতে ভারতের অংশগ্রহণ থাকবে না তাও কি হয়? বেজিং-এ আয়োজিত দ্বাদশ এশিয়া প্যাসিফিক হারমোনিকা ফেস্টিভ্যালে দেশের হয়ে সেই প্রতিনিধিত্ব করলেন বোলপুরের মাধবরঞ্জন সেনগুপ্ত।

প্রতি ২ বছর অন্তর এশিয়ার কোনও না কোনও দেশে এই হারমোনিকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবছর ৪ অগাস্ট চিনের বেজিং-এ শুরু হয় এই প্রতিযোগিতা। এশিয়া প্যাসিফিক দেশগুলির বিভিন্ন বয়সের প্রতিযোগীরা স্বদেশী ও পাশ্চাত্য সঙ্গীতে ভরিয়ে তোলে মঞ্চ। তারই মাঝে এক টুকরো রবীন্দ্রসঙ্গীতের ঝলক তুলে ধরেন মাধবরঞ্জন। মাউথরগানে ‘আধেক ঘুমের নয়ন চুমে’ বাজিয়ে ঘুম ভাঙিয়ে দেন বিশ্ববাসীর।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Madhab Ranjan Sengupta

Madhab Ranjan Sengupta

পেশায় বীরভূম চাইল্ড লাইনের জেলা কাউন্সিলর মাধববাবু কলকাতায় মাউথরগান শেখেন। একমাত্র ভারতীয় হিসাবে প্রথমবার এত বড় মঞ্চে একেবারে সোনা জিতে নেন তিনি। অ্যাডাল্ট ক্রোমাটিক সোলো বিভাগে সেরার সম্মান জেতেন তিনি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *