Kolkata

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন বিধায়ক মদন মিত্র

তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। একথা নিজেই বললেন বিধায়ক মদন মিত্র। কামারহাটির বিধায়ক এক বাইক দুর্ঘটনার কবলে পড়েন।

একটি ফুলের প্রদর্শনী চলায় বেলঘরিয়া রথতলার কাছে যথেষ্ট ভিড় জমছে। সেই ফুলের প্রদর্শনী দেখতেই যাচ্ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি নিজেই একটি বুলেট বাইক চালিয়ে যাচ্ছিলেন।

বিধায়কের চারধারে অনেক মানুষ ছিলেন। তাঁর দলীয় কর্মী সমর্থকেরাও ছিলেন। রথতলার একটি বেসরকারি হাসপাতালের কাছে অপরিসর রাস্তায় প্রবল ভিড় কাটিয়ে মদনবাবু বাইক নিয়ে এগোচ্ছিলেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সেই সময় সামনে পড়ে একটি লরি। তিনি লরিটিকে এক দিকে সরে জায়গা দিতে বলেন। লরি চালক বুঝতে না পেরে উল্টো দিকে সরেন। যার ফলে মদনবাবুর বাইকের সঙ্গে লরির পিছনের অংশের ধাক্কা লাগে।

ধাক্কা লাগতেই রাস্তায় বাইক থেকে পড়ে যান মদনবাবু। পড়ে যাওয়ার পর তাঁকে ধরতে এগিয়ে আসেন সকলে। তাঁকে সকলে দ্রুত রাস্তা থেকে তুলে নেন। তারপরই কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে রথতলার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসাও করা হয়। বেশ কিছুটা সময় তাঁকে পর্যবেক্ষণেও রাখা হয়। চিকিৎসকেরা তাঁকে বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন।

তবে মদনবাবু হাসপাতাল থেকে বেরিয়ে যে প্রদর্শনীতে যাচ্ছিলেন সেদিকে রওনা দেন। তিনি তাঁর কর্মী সমর্থকদের আশ্বস্ত করে জানান তিনি মৃত্যুর মুখ থেকে ফিরলেন বটে। তবে তিনি ভাল আছেন।

স্থানীয় বিধায়কের এই দুর্ঘটনার খবর পেয়ে ভিড়ে ঠাসা রথতলায় আরও ভিড় জমে যায়। কিছুক্ষণের জন্য যান চলাচলেও প্রভাব পড়ে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *